Date : 2024-05-07

প্রতিবারের মতো আবারও ডিগবাজি খেল পাকিস্তান

প্রতিবারের মতো আবারও ডিগবাজি খেল পাকিস্তান

ভোলবদল অব্যাহত পাকিস্তানের। প্রতিবারের মতো আবারও ডিগবাজি খেল পাকিস্তান। এশিয়া কাপ নিয়ে এবার উল্টপুরান পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কিছুদিন আগে পর্যন্ত ভেন্যু জটিলতায় এশিয়া কাপ আদৌ হবে কি না, এই নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত নাজাম শেঠির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’টি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনুমোদন পায়। হাইব্রিড মডেলে পাকিস্তান দ্বিতীয় ভেন্যু হিসেবে প্রস্তাব করেছিল সংযুক্ত আরব আমিরশাহিকে। তবে সেখানের আবহাওয়ার কথা বিবেচনা করে দ্বিতীয় দেশ হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পাকিস্তান মূল আয়োজক হলেও ম্যাচ বেশি পাচ্ছিল শ্রীলঙ্কাই। মোট 13টি ম্যাচের মধ্যে শ্রীলঙ্কায় হবে 9টি ম্যাচ। বাকি 4টি ম্যাচ পাকিস্তানে হবে। পাকিস্তানে হওয়া সব কটি ম্যাচই হতে পারে লাহোরে এমন খবরই প্রকাশ্যে এসেছিল। কিন্তু পিসিবিতে নতুন চেয়ারম্যান আসার সঙ্গে সঙ্গেই ফের শুরু হল পাকিস্তানের নতুন নাটক৤ নাজাম শেঠির কমিটির মেয়াদ শেষ হয়েছে দুদিন আগেই। এরপরই দায়িত্বে আসছেন জাকা আশরাফ। দায়িত্ব গ্রহনের আগেই তিনি ফের প্রশ্ন তুললেন হাইব্রিড মডেল নিয়ে। এবারের এশিয়া কাপ শুরু হওয়ার কথা 31 আগস্ট, ফাইনাল 17 সেপ্টেম্বর। জাকা আশরাফ জানিয়েছেন তিনি হাইব্রিড মডেলের বিপক্ষে। টুর্নামেন্টের পুরোটাই পাকিস্তানে হওয়া উচিত, কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিল সেই স্বত্ব পাকিস্তানকে দিয়েছে। বড় ম্যাচগুলো এই মডেল অনুযায়ী অন্যত্র হবে। যদিও তিনি বোধহয় ভুলে গেছেন তার দেশের সন্ত্রাসবাদিদের দ্বারা হওয়া একের পর এক নাশকতার কথা। যার জন্য বহুবার প্রতিবেশী দেশের নাগরিকদের প্রাণ গেছে বা আক্রমনের মুখে পড়তে হয়েছে লঙ্কান ক্রিকেটারদেরও। ফলে আশরাফের কথা যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্ণপাত করবে না তা বলাই বাহুল্য। এদিকে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচও বিসিসিআইয়ের বেধে দেওয়া ভেনুতেই হতে চলেছে। আইসিসিও পাক বোর্ডের আবেদনে কর্ণপাত করছে না, তা একপ্রকার স্পষ্ট।