Date : 2024-04-26

অবশেষে স্বস্তি, বৃহস্পতিবারের মধ্যে বর্ষা ঢুকছে কলকাতায়

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার প্রবেশ করে গিয়েছে বর্ষা। বালুর ঘাট পর্যন্ত হয়েছে পর্যাপ্ত বৃষ্টি।আগামী পাঁচদিন ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আলিপুর দুয়ার কোচবিহারেও। উত্তর পূর্ব ভারতে বৃষ্টির প্রভাব বেশি দেখা যাবে।

তবে বারবার যে প্রশ্ন উঠছিল তা হল দক্ষিণবঙ্গ কবে ভিজবে? কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনও আসেনি বর্ষা। আগামী ১৬ তারিখ বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে দুর্বল হয়ে ঢুকবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে। আগামী দুদিন পরিবর্তন নেই তাপমাত্রায়। দুদিনের পর তাপমাত্রা কমবে। জানালেন আলিপুর আবহাওয়া আঞ্চলিক অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

তবে বৃষ্টি হলেও পুরোপুরি স্বস্তি মিলবে না। দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপর দিনের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি কমতে পারে। বেলা গড়ালে আপাতত মহানগরে অস্বস্তিভাব বজায় থাকবে।

উল্লেখ্য গত শনিবারই আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্ষা প্রবেশ করতে পারে ১৪-১৬ তারিখের মধ্যে।
উড়িষ্যা ঝাড়খন্ড বিহার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় প্রবেশ করতে পারে বহু প্রতীক্ষিত বর্ষা।