Date : 2024-04-26

তৃণমূলের বিরুদ্ধে জোড়া কর্মসূচিতে শুভেন্দু অধিকারী, চালকের আসনে শুভেন্দু.

সুচারু মিত্র, সাংবাদিক : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক যেন পিছু ছাড়ছে না তৃণমূলের, এবার খোদ কৃষ্ণনগরে গিয়ে মহুয়ার কেন্দ্রে দাঁড়িয়েই কালী মূর্তি নিয়ে মিছিল করবেন বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মহুয়ার মন্তব্যের প্রতিবাদ করে শুভেন্দুর এই মিছিল রয়েছে সোমবার, অন্যদিকে আবার তৃণমূলের শহীদ দিবসের দিন একুশে জুলাই এর পাল্টা কর্মসূচি নিতে চলেছে বঙ্গ বিজেপি। এবার উলুবেরিয়ায় জিহাদ বিরোধী মিছিল করতে চলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একদিকে যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখবেন একুশে জুলাই ঠিক তখন উলুবেরিয়ায় মিছিল করবেন শুভেন্দু অধিকারী। সময় যত গড়াচ্ছে ততই বিজেপিতে সক্রিয়তায় নিজের জাত চিনিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল বিরোধী আন্দোলনে এখন মুখ হয়ে উঠছেন শুভেন্দু অধিকারী। ২০২৬-এ বাংলায় পরিবর্তন হবে জাতীয় কর্ম সমিতির বৈঠকে কথা দিয়েছেন শুভেন্দু, সেই কথা রাখতেই বাংলার জমি তৈরি করতে এখন মাঠে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী।

দলের নির্দেশ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে শুভেন্দুর নেতৃত্বেই এগোতে হবে বঙ্গ বিজেপিকে আর সেই মতোই কাজ হতে শুরু করেছে বিজেপি