Date : 2024-04-26

শনিবার থেকে শুরু হল বিধাননগর গোল্ড কাপ

মৈনাক মিত্র, সাংবাদিক; শনিবার থেকে শুরু হল বিধাননগর গোল্ড কাপ। বিধাননগর বিধানসভা এলাকার 24টি ওয়ার্ডের দুটি করে দল নিয়ে শুরু হল এই এমএলএ কাপ। এই প্রতিযোগিতার উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। আগামি রবিবার পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। মোট 48টি দল এবারের এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। প্রতি দলে থাকবে মোট সাতজন করে ফুটবলার। এর মধ্যে 3জন ঘরোয়া ফুটবলারের পাশাপাশি খেলানো যাবে বিদেশী ফুটবলারদেরও। এই প্রতিযোগিতার প্রতি ম্যাচেই থাকবেন স্পটাররা। ছোট মাঠ থেকেই ফুটবলার তুলে এনে কলকাতা লিগ সহ রাজ্য এবং দেশের বিভিন্ন লিগে ফুটবলার তুলে আনাই মুল লক্ষ্য আয়োজকদের। সুজিত বসুর ইচ্ছাকে বাস্তবিক রুপ দিচ্ছে স্পোর্টিং বাউন্ডারি সংস্থা, যারা ম্যাচ আয়োজনের বিষয়টি দেখছে। শনিবার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, অলোক মুখোপাধ্যায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, বাংলা দলের প্রাক্তন কোচ রঞ্জন ভট্টাচার্য। ছিলেন প্রতিযোগিতার উদ্যোক্তা মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়,পার্থসারথী গঙ্গোপাধ্যায়রা। তার দল কলকাতার লিগের প্রথম ডিভিশনে খেলে। ফলে বিধাননগর গোল্ড কাপ থেকে ফুটবলার উঠে আসলে নিজেদের দলে সুযোগ দেওয়ার ভাবনা রয়েছে সুজিত বসুর। দুর্গাপুজো নিয়ে বরাবরই নষ্টালজিক তিনি। বাঙালির আরেক আবেগ ফুটবল নিয়েও এবার আসরে নেমে পড়লেন এক সময় চুটিয়ে ফুটবল খেলা সুজিত বসু। বিধাননগরের 12টি মাঠে হবে এই প্রতিযোগিতার ম্যাচগুলি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, সেরা ফুটবলারের জন্যেও থাকছে আকর্ষনিয় পুরস্কার। প্রতিযোগীর ব্যপ্তি বাড়াতে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করা হচ্ছে।