Date : 2024-04-27

মাথায় হাত মধ্যবিত্তের, রান্নার গ্যাসের দাম বেড়ে ১০৭৯টাকা!

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ মাথায় হাত মধ্যবিত্তের। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১ হাজার ৭৯ টাকা।
গত ১৯ মে, ৩ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম ১ হাজার ২৯ টাকা হয়েছিল। এবার এক ধাক্কায় ৫০টাকা বাড়ল দাম।এই নিয়ে গত ২মাসে ১০৩ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। ৫কেজির সিলিন্ডার ৩৯৬টাকা।

গতবছর থেকেই লাগাতার বাড়ছে রান্নার গ্যাসের দাম। এক নজরে দেখে নেওয়া যাক ছবিটা যে কীভাবে আকাশ ছোঁয়া গ্যাসের দাম হয়েছে —

১ অক্টোবর -৯১১ টাকা
৬ অক্টোবর -৯২৬ টাকা
২২ মার্চ- ৯৭৬ টাকা
৭ মে- ১০২৬ টাকা
১৮ মে- ১০২৯ টাকা
৬ জুলাই- ১০৭৯ টাকা

সাধারণ মানুষ বলছেন এর ফলে কার্যত না খেয়ে থাকতে হবে এবার। যেভাবে লাগাতার দাম বাড়ছে গ্যাসের তাতে করে সবার পক্ষে সম্ভব হবে না গ্যাস কেনা। ফের হয়তো কেরোসিন দিয়ে স্টোভে রান্না করতে হবে।

এই প্রসঙ্গে কংগ্রেস নেতা সৌম্য আইচ বলেছেন কেন্দ্র সরকার কতটা জনবিরোধী তা আবার স্পষ্ট হয়ে গেল৷ এভাবে লাগাতার সব জিনিসের দাম বেড়ে যাওয়ার পরেও কেন্দ্র সরকার কোন উদ্যোগ নিচ্ছেনা। পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে।

সব মিলিয়ে পরিস্থিতি যে ভয়াবহ সেই ছবিই কিন্তু উঠে আসছে বারবার। এই লাগামছাড়া গ্যাসের দাম কবে থামবে আপাতত সেদিকেই তাকিয়ে সবাই।