Date : 2024-04-29

জামিনের আবেদন সঙ্গে সিবিআই তদন্ত! জোড়া আবেদন হাইকোর্টে দ্বারস্থ ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক

ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক : পাঁচলা থানায় টাকা সমেত ধরা পড়েন ঝাড়খণ্ডের কংগ্রেসের তিন বিধায়ক। ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। বুধবার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এ জেলাশের দ্বারস্থ হন ঝাড়খণ্ডের এই তিন বিধায়ক এবং তাদের আরো এক সহযোগী।

দীর্ঘ মামলার শুনানির শেষে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য কংগ্রেস বিধায়কদের আনা আবেদন খারিজ করে দিয়ে সিআইডি তদন্তের আস্থা রেখেছিলেন।
২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে দ্রুত শুনানির আর্জি জানান তাঁরা।

শুক্রবার ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক এবার জামিনের আবেদন করলো হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এ জেলাসে
আগামী সোমবার মামলার শুনানি সম্ভাবনা।

গত শনিবার রাতে প্রায় ৫০ লক্ষ টাকা সমেত হাওড়া পাঁচলা থানায় গ্রেপ্তার হন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক।
কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের আবেদন জানালেও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের সেই আবেদন খারিজ করে দেন।

শুক্রবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে রায় কে চ্যালেঞ্জ করে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক এবং তাদের এক সহযোগী যাকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে সিআইডি ।
আগামী সোমবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের আবেদন মামলার শুনানের পাশাপাশি বিধায়কদের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।