Date : 2024-04-26

ব্যাট হাতে বিরাটের প্রত্যাবর্তন, কোহলিকে ধন্যবাদ সুর্যকুমারের

হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপে অর্ধশতরানের পর ফিল গুড মেজাজে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তানের বিপক্ষে প্রত্যাবর্তনেই ধৈর্যশিল এবং গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন কোহলি। তার পারফরমেন্সের জেরেই পাক বধে সফল হয় ভারত। হংকংয়ের বিপক্ষেও দুরন্ত অর্ধশতরান করেন বিরাট। ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম অর্ধশতরান করেন তিনি। শেষ চার সপ্তাহ একবারের জন্যেও ব্যাট বল ছুয়ে দেখেননি বিরাট। শারিরিক ভাবে সুস্থতার চেয়েও তিনি যে মানসিকভাবে এখন অনেক বেশি ফিট, সেটা পরিস্কার বিরাটের কথায়। বিশ্রামের কারণেই এল সাফল্য, মত প্রাক্তনিদেরও।
হংকং ম্যাচে অর্ধশতরানের পর বিরাট কোহলি মুগ্ধতা ব্যক্ত করেন সুর্যকুমার যাদবকে নিয়েও। নিজের ব্যাটিং সম্পর্কে কোহলি জানান, তার কাজ হচ্ছে পার্টনারশিপ তৈরি করা। দলের ব্যাটিংয়ের ভিত গঠন করা। যেই ক্রিকেটারই আসুক না কেন, তার সঙ্গে রান এগিয়ে নিয়ে যাওয়া এবং পরিস্থিতি অনুযায়ি বাউন্ডারি মারা। তবে হংকং ম্যাচে, সুর্যকুমার যাদব এসে পিঞ্চ হিটিং শুরু করায়, বিরাটের কাজ সহজ হয়ে যায়। তখন তিনি ধরে খেলা শুরু করেন। ঋষভ, হার্দিক, জাদেজা, কার্তিকরা থাকায় মিডল অর্ডারে যখন তখন বড় রান আসতে পারে, মনে করছেন বিরাট। তাই দ্রুত রান তোলার থেকেও টপ অর্ডারে পার্টনারশিপেই নজর কোহলির। হংকং ম্যাচে বিরাট কোহলির সঙ্গে 98 রানের পার্টনারশিপের পর বিরাট বন্দনায় সুর্যকুমার যাদব। একদিকে বিরাট কোহলি যখন সুর্যকুমার যাদবের মারকাটারি ইনিংসের প্রশংসা করেছেন। তখনই সুর্য কৃতিত্ব দিচ্ছেন বিরাটকে। তিনি যখন হংকংয়ের বিপক্ষএ ব্যাট করতে নেমেছিলেন, তখন বিরাটের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার উইকেটে থাকায় ব্যাট করতে সুবিধা হয়েছে তার, বলছেন সুর্য। হংকংয়ের বিপক্ষে জয়ের ফলে সুপার ফোরে পৌঁছে গেছে ভারত।