Date : 2024-04-26

অনুশীলনের সময় হাতে চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা

মৈনাক মিত্র, সাংবাদিক; টি20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে দুশ্চিন্তার কালো মেঘ ভারতীয় দলের আকাশে। অনুশীলনের সময় হাতে চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নেট প্র্যাকটিসের সময় ডান হাতে চোট পান রোহিত। থ্রো ডাউন স্পেশালিস্টের বলে নেট প্র্যাকটিসের সময় চোট পান ভারতীয় ওপেনার। ব্যথা অনুভব করায় দ্রুত মেডিক্যাল টিম পৌঁছে যায় রোহিতের শুশ্রুষা করতে। এরপর ফের নেটে ব্যাটিং প্র্যাকটিস শুরু করলেও মাত্র একটি বল খেলেই বেড়িয়ে যান তিনি। এরপর প্রায় 45 মিনিট হাতে বরফ বেধে রাখার পর আবারও অনুশীলনে নামেন রোহিত। শুরুর দিকটায় কিছুটা ধীরে সুস্থে ব্যাটিং করলেও কিছুক্ষণের মধ্যেই ফের চেনা ছন্দে থ্রোডাউন স্পেশালিস্টের জো়ড়ে বলে অনুশীলন করতে থাকেন ভারত অধিনায়ক। আর মাত্র হাতে একদিন রয়েছে। এরই মধ্যে চোট সারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে নামতে হবে রোহিতকে, যা নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা যে বাড়ল তা বলাই বাহুল্য। রোহিতের পাশাপাশি দীনেশ কার্তিক এবং হার্দিক পান্ডিয়াও নেটে বেশ কিছুক্ষণ ঘাম ঝড়ান। অস্ট্রেলিয়ার উইকেটে বল দ্রুত ব্যাটে আসে। ইংল্যান্ড পেসারদের গতির পাশাপাশি সুইংও রয়েছে, যা বারবার বেগ দিয়েছে ভারতীয় ব্যাটারদের। তাই বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে থ্রো ডাউন স্পেশালিস্টের থেকেই ম্যাচের স্টেজ রিহারশাল সেড়ে ফেলতে চাইল ভারতীয় ব্যাটাররা।