Date : 2023-03-22

মিনি হাসপাতাল ভারতীয় শিবির, গাব্বায় দুই তরুণের টেস্ট অভিষেক

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শেষ পর্যন্ত কোন দল জিতবে তা সময়ই বলবে। তবে চোট, আঘাতকে ইতিমধ্যেই জয় করে নিয়েছে ভারতীয় দল। চোটের জন্য অস্ট্রেলিয়ায় যেতেই পারেননি ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা। যারা গিয়েছিলেন তারাও একে একে চোটের কবলে। মহম্মদ শামি, উমেশ যাদব ও যশপ্রীত বুমরাহ। বোলিং আক্রমণের ত্রিফলাই বেলাইন। বাকি ছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। তিনিও চোটের কারণে গাব্বায় খেলতে পারলেন না। তবে সর্বনাশের মধ্যেও পৌষমাস রয়েছে বৈকি। ভারতের ৩০০ ও ৩০১ তম ক্রিকেটার হিসাবে টেস্ট অভিষেক হল নটরাজন ও ওয়াশিংটন সুন্দরের। এর আগে তৃতীয় টেস্টে অভিষেক হয়েছিল নভদীপ সাইনির। তার আগে দ্বিতীয় টেস্টে অভিষেক হয় মহম্মদ সিরাজের।