Date : 2024-04-26

বুধবার রাত সাড়ে বারোটায় মাঠে নামছে ফ্রান্স – মরক্কো

বুধবার রাত সাড়ে বারোটায় মাঠে নামছে ফ্রান্স – মরক্কো। এক দলের কাছে বিশ্বকাপ খেলা বা সেমিফাইনালে আসাটা স্রেফ জলভাত। অন্যদলের কাছে উত্থানটা রুপকথার মতো। বিশ্বকাপের শুরুতে যাদের কেউ ধর্তব্যের মধ্যে রাখেননি, সেই মরক্কোই এবারের জায়ান্ট কিলার। 98-এর ক্রোয়েশিয়া, 2002-এর তুরস্ক পারেনি এলিটদের বিপক্ষে জিততে, মরক্কো কি পারবে ইতিহাস বদলাতে উত্তর দেবে সময়। তবে বেশ কিছু মজাদার পরিসংখ্যান রয়েছে দুই দলের।
পরিসংখ্যানে ফ্রান্স – মরক্কো
15 বছর পর মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং মরক্কো
এবারের বিশ্বকাপে এখনও প্রতিপক্ষ দলের দ্বারা গোল হজম করেনি মরক্কো
এবারের বিশ্বকাপে একটি গোল খেয়েছে মরক্কো, যা আত্মঘাতি
চারটি ম্যাচেই ক্লিন শিট ধরে রেখেছে মরক্কোর ডিফেন্স
এবারের বিশ্বকাপে 5টি ম্যাচে 12 গোল করেছেন এমবাপে, জিরুরা
কাতার বিশ্বকাপে 5টি গোল করার পাশাপাশি 2টি বসিস্টও করেছেন কিলিয়ান এমবাপে
1962 সালের ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জিততে মরিয়া ফ্রান্স
ফ্রান্সের গোটা স্কোয়াডের আনুমানিক ট্রান্সফার মুল্য 1.01বিলিয়ন ইউরো
মরক্কো দলের আনুমানিক ট্রান্সফার মুল্য মাত্র 276 মিলিয়ন ইউরো

ইতিহাস হোক বা রেকর্ড, তা তৈরি হয় ভাঙারই জন্য। স্বপ্ন ভাঙা গড়ার মঞ্চে হাকিমি, জিয়েচ না এমবাপে, জিরু কে এগিয়ে যাবে, তার জানার জন্য অপেক্ষা আর কয়েক ঘন্টার।