Date : 2024-04-26

সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা দল, প্রতিপক্ষ কেরল

সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা ফুটবল দল। মণিপুরকে হারানোর দিনই ফুটবলারদের ইনসেন্টিভ ঘোষণা করেছেন বাংলা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সচিব জয়দীপ মুখোপাধ্যায়। সবাইকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়ার পাশাপাশি নাচ গানও চলেছে ম্যাচ জয়ের পর। তবে শনিবার থেকে আবারও ফোকাসড বঙ্গ শিবির। সোমবার সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার প্রতিপক্ষ কেরল। শনিবার থেকেই প্রতিশোধের প্রস্তুতি শুরু করে দিল তন্ময়, মহিতোষরা।কেরল ফুটবল দলের বিপক্ষে সন্তোষ ট্রফির গ্রুপ লিগের ম্যাচে হারতে হয়েছিল বাংলা দলকে। সেই হারের জ্বালা এখনও কাটেনি বাংলার ফুটবলারদের।সেই ম্যাচে 2-0 গোলে হারতে হয়েছিল বাংলাকে। মাঝমাঠ একদমই কাজ করেনি সেদিন। সোমবার সেই চেনা শত্রুর বিরুদ্ধেই খেলা। তাও আবার কেরলের মাঠে। গোটা মাঠ সমর্থন করবে হোম টিমকে। তাই কাজটা বেশ কঠিন বাংলার কাছে। তবুও ফুটবলার ভোকাল টনিকেই ম্যাচের জন্য তৈরি করে নিচ্ছেন বাংলার কোচ। সেই ম্যাচের ভুল ত্রুটি গুলো ভিডিও ক্লাসে শুভেন্দু, তুহিনদের বুঝিয়ে দিচ্ছেন রঞ্জন ভট্টাচার্য। কেরল ফুটবল দল কোন কোন জায়গায় শক্তিশালি, কোন পজিশনে দুর্঵ল, সবই নোটবুকে রয়েছে রঞ্জন স্যারের। সেই মতোই ফুটবলারদের তৈরি করতে চলেছেন কোচ। ফাইনাল ম্যাচ 120 মিনিটেও যেতে পারে।সেক্ষেত্রে পেনাল্টি শটের ক্ষেত্রে ফুট঵লারদের অনুশীলন করিয়ে রাখা হচ্ছে। রঞ্জন ভট্টাচার্যকে ভরসা দিচ্ছেন বাংলার বর্ষিয়ান গোলরক্ষক প্রীয়ন্ত সিং।গত ম্যাচেরও দুরন্ত ফুটবল খেলেন এই গোলরক্ষক। তার হাতের তালুতে কেরল অ্যাটাকারদের আক্রমন আটকে গেলেই চ্যাম্পিয়নের ট্রফি জেতা সমভব, আপাতত সেই আশায় বাংলার হেডস্যার।