Date : 2024-05-02

সল্টলেক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডকে পাঁচ গোলে উড়িয়ে লিগ টেবিলের ওপরের দিকে উঠে এল লালহলুদ

ইস্টবেঙ্গল ফিরল রাজার মতোই। সল্টলেক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডকে পাঁচ গোলে উড়িয়ে লিগ টেবিলের ওপরের দিকে উঠে এল লালহলুদ। শনিবার রয়েছে পঞ্জাব এফসির বিপক্ষে লালহলুদের পরের ম্যাচ। নর্থইস্ট ম্যাচে জয়ের আত্মবিশ্বাস যদি পরের ম্যাচেও ক্লেইটন, পারদোরা বজায় রাখতে পারেন তাহলে শনিবার রাতেই লিগ টেবিলের টপ হাফে ঢুকে পড়তে পারে লালহলুদ বাহিনি। গত ম্যাচে চেন্নাইয়ের সঙ্গে শেষ মূহূর্তে গোলে ড্র করেছিল। সেই ভুল আর নর্থইস্টের বিপক্ষে করেনি কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। ক্লিনশিট রেখেই মাঠ ছেড়েছে বহুদিন পর বোর্জা- নাওরেমরা। এটাই যেন আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে লালহলুদ শিবিরকে। কার্লেসের হাত ধরে ডুরান্ডেই দুরন্ত খেলা দেখিয়েছিল ইশ্টবেঙ্গল। কিন্তু জর্ডনের চোটটাই যেন সব তালগোল পাকিয়ে দিল। আক্রমনে ক্লেইটনকে বেশ ভালোই সাপোর্ট দিলেন তরুণ বিষ্ণু। সামনে শীতকালিন ট্রান্সফার উইন্ডো আসছে, তার আগে প্রতি ফুটবলারই চাইছে ভালো করে পারফর্ম করতে। নাহলে ক্লাবের তরফে বদলি খোঁজা হতে পারে। এরই মধ্যেই ইস্টবেঙ্গলের সব থেকে মাথা ব্যথার কারণ হয়ে দাড়াল হরমনজ্যোত্ খাবরার চোট। যা পরিস্থিতি সম্পূর্ণ পরীক্ষার আগে চোটের ঠিক কি অবস্থা তা বলা যাবে না। তবে মাস খানেকের জন্য যে খাবরা দলের বাইরে থাকবে তা শোনা যাচ্ছে। প্রথম দলের এমন ফুটবলারের চোট স্বাভাবিকভাবেই মাথা ব্যথা বাড়িয়েছে দলের।