Date : 2024-05-17

আসছে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বায়োপিক “দাবাড়ু”। পথিকৃত বসুর পরিচালনায় জীবন ও মগজের লড়াই এবার বড়পর্দায়

সাংবাদিক – রাকেশ: এবার মগজের বুদ্ধির লড়াই হবে দাবাড় বোর্ডে। আসছে বাংলা ছবি দাবাড়ু। ছবির প্রযোজনা করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পরিচালনা করেছেন পথিকৃত বসু। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে, কৌশিক সেন, খরাজ মুখোপাধ্যায়।

দাবাড়ু


রাজাদের খেলা বলা হত দাবাকে। উত্তর কলকাতার এক সাধারণ ছেলে অসাধারণ হয়ে ওঠার কাহিনী। সেই সাধারণ ছেলে যখন সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল গ্র্যান্ড মাস্টার হয়ে। সেই গল্প এবার দাবাড়ু বলবে বড়পর্দায়।
মধ্যবিত্ত বাঙালি পরিবার ক্রিকেট, ফুটবল নিয়ে যতটা আশা রাখেন। তাঁদের সন্তানকে দাবাড় দুনিয়ায় নিয়ে যাওয়ার আগে ১০ বার ভাবেন। সত্যিই কি প্রতিষ্ঠিত হতে পারবে এই খেলায় ? বাধা বিপত্তি অনেক থাকা সত্ত্বেও কিভাবে গ্র্যান্ড মাস্টার হয়ে উঠেছিলেন সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। সেই ঝলক প্রকাশ পেল দাবাড়ু ছবি টিজারে। বাংলার তথা ভারতের গর্ব দাবাড়ু সূর্যশেখর মুখোপাধ্যায়ের বাস্তব কাহিনী ১০ মে বক্স অফিসে মুক্তি পাবে ।

আরো পড়ুন: Kunal Ghosh : কান্নায় ভেঙে পড়লেন কুনাল ঘোষ