Date : 2024-04-26

শনিবার ডুরান্ড অভিজান শুরু মোহনবাগানের

মৈনাক মৈত্র, সাংবাদিক:- শনিবার সন্ধ্যে 6টায় যুবভারতীতে ডুরান্ড কাপ অভিজান শুরু করছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড। আইএসএল শেষের পরও এএফসি কাপের ম্যাচ খেলায় মোহনবাগানের দলের প্রত্যেকেই ম্যাচ ফিট। কিছুটা আগে থেকে অনুশীলনে নামায় কম্বিনেশন গঠনেও বাড়তি সুযোগ পেয়েছেন ফুটবলাররা। ডুরান্ডে তারই ফসল তুলতে মরিয়া ফুটবলাররা। ম্যাচের আগের রুদ্ধদ্বার অনুশীলনের পর ড্রেসিং রুমে খোলামেলা পরিবেশ রাখতে জন্মদিন পালন হয় ফ্লোরেন্তিন পোগবার। জন্মদিনের সকালেই তাঁকে অধিনায়ক বেছে দুরন্ত গিফট দেন বাগান কোচ। এখন পোগবার পালা শনিবাসরিয় ম্যাচে জুয়ান ফেরান্দো এবং ক্লাব সমর্থকদের রিটার্ন গিফট দেওয়ার।

ম্যাচের আগের দিন সিচুয়েশন প্র্যাকটিস, উইং প্লে ছাড়াও সেটপিস অনুশীলন করান বাগান কোচ। প্রথম ম্যাচ সব সময়ই কঠিন হয়, তাই আইলিগের ক্লাব হলেও রাজস্থানকে সমীহ করছেন সবুজ মেরুনের হেডস্যার। এটিকে মোহনবাগানের অধিনায়ক বেছে নিলেন কোচ জুয়ান ফেরান্দো। শেষ দু-দিন ক্লোজ ডোর অনুশীলন হয়েছে বাগানে। রুদ্ধদ্বার অনুশীলনেই ভিডিও ক্লাব করিয়ে ডুরান্ডের প্রথম ম্যাচের প্রস্তুতি সেড়ে ফেলেছেন স্প্যানিশ জুয়ান। কোনও একজন নয়, এবার মোহনবাগানে অধিনায়কত্ব করবেন চার ফুটবলার। এর মধ্যে রয়েছেন বঙ্গতনয় প্রীতম কোটাল এবং শুভাশিস বসু। বিদেশীদের মধ্যে রয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবা এবং ফিনল্যান্ডের জনি কাউকো। প্রথম একাদশ কেমন ভাবে সাজাবেন তা ম্যাচের দিনই সিদ্ধান্ত নেবেন বাগান কোচ। তবে জুয়ান টুর্নামেন্ট শুরুর আগে সমর্থকদের আশার বাণি দিয়ে দিলেন, এবারের দল গতবারের থেকেও শক্তিশালি মোহনবাগানের। পুরোনো ফুটবলারদের পাশাপাশি নতুন বেশ কয়েকজন প্রতিভা আসায়, দলের শক্তি আরও অনেকটা বেড়েছে বলছেন জুয়ান ফেরান্ডো। এখন দেখার, লিস্টন, কাউকোরা শনিবাসরিয় সন্ধ্যায় সবুজ মেরুন সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারেন কিনা।