Date : 2024-04-26

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল

বুধবার ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। প্রথম ম্যাচে ভারতীয় ব্যাটারদের সৌজন্যে বড় রান তুললেও যেভাবে বোলাররা রান দিয়েছেন, তাতে অবশ্য খুব বেশি স্বস্তি পাচ্ছেন না ভারতীয় কোচ, অধিনায়ক। বোলিং পরিসংখ্যান বলছে প্রথম একদিনের ম্যাচে দলের দুই ফাস্ট বোলার মহম্মদ সামি এবং উমরান মালিক দুজনেরই ইকোনমি রেট ছিল সাত রানের বেশি। অক্ষর প্যাটেল বা যুজবেন্দ্র চাহালের ইকোনমিও ছিল 6 রান ছঁই ছুঁই। 373 রান তো সব ম্যাচে উঠবে না। ফলে দ্বিতীয় একদিনের ম্যাচে বোলিং নিয়েই বেশি চিন্তিত ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। ইডেন বরাবরই পয়া মাঠ বিরাট কোহলির। গত ম্যাচে শতরান করেছিলেন বিরাট। ফলে ইডেনেও বিরাটের ব্যাট থেকে ব়ড় রানই খুঁজছেন কলকাতা বাসি। উমরান মালিকের পরিবর্তে এই ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে। অক্ষর প্যাটেলের পরিবর্তে সুযোগ দেওয়া হতে পারে ওয়াসিংটন সুন্দরকে। ইডেনে ম্যাচ জিতলেই টি20 সিরিজের পর একদিনের সিরিজও পকেটে পুড়বে ভারতীয় দল। ঘরের মাঠে ফেভারিট ভারতই। লঙ্কানদের হোয়াইটওয়াশের দিকে কি এক ধাপ এগোবে ভারত, এখন সেটাই দেখার। মঞ্চ কিন্তু তৈরি, এখন স্রেফ বিরাট, রাহুল, সামিদের নিজেদের মেলে ধরার অপেক্ষা ক্রিকেটের নন্দন কাননে।