Date : 2024-04-27

রাজ্যভিত্তিক সংগঠনে রাজ্য সভাপতি শেষ কথা, সুকান্ত ও শুভেন্দুর দায়িত্ব স্পষ্ট করলেন বানসাল ।

সুচারু মিত্র, সাংবাদিক : যত সময় গড়াচ্ছে ততই বিজেপি নিজেদের সংগঠনের ভিতকে আরও মজবুত করতে চাইছে আর সেই কারণে কোন নেতৃত্বের হাতে স্পষ্টভাবে কোন দায়িত্ব তা নিশ্চিত করে দিচ্ছেন কেন্দ্রীয় নেতারাই। সম্প্রতি শেষ হয়েছে দলের রাজ্য কার্যকারিনী আর এবার দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের তরফে স্পষ্টবার্তা রাজ্য পার্টি অর্থাৎ রাজ্য বিজেপির সংগঠন সংক্রান্ত কার্যপ্রক্রিয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেবেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আগামী দিনে দলে কাকে যোগদান করানো হবে অথবা দল জেলাভিত্তিকভাবে কোন কর্মসূচি নিলে তা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জানাতে হবে। মোটকথা দলের দেখ ভাল করবেন সুকান্ত। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়িত্ব বিধানসভায় দল কিভাবে ভূমিকা নেবে সেই সঙ্গে বিরোধী দলনেতা হিসেবে বিধানসভার ভেতরেই দলকে পরিচালনা করবেন শুভেন্দু, তবে রাজ্য পার্টির সংগঠনে নাক গলানোর কোন দরকার নেই শুভেন্দু অধিকারীর এমনই বার্তা গিয়েছে সুনীল বানসালের তরফে, বিজেপি সূত্রে এমনটাই খবর।

রাজ্য বিজেপির শীর্ষ দুই নেতার দায়িত্ব বুঝিয়ে দিয়ে সুনীল বানসাল এটাই বোঝাতে চাইলেন বিজেপির মত দলে রাজ্য সভাপতি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে দলীয় গঠনতন্ত্রে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতার সম গুরুত্ব। সেই গুরুত্বের বিচারে কার কোনটা কাজ সেটা ভাগ করে দিলেন বানসাল