Date : 2024-03-19

পেটপুজো-বই কেনা-আড্ডা-সেলফি সব মিলিয়ে চেনা ছন্দে ৪৬ তম বইমেলা।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:- ৪৬ তম আন্তর্জাতিক বই মেলা শুরু হয়েছে ৩০ জানুয়ারি। চলবে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলা প্রাঙ্গণ অর্থাৎ সেন্ট্রাল পার্কে হচ্ছে বই মেলা। প্রায় ৫০০ র ওপরে বই স্টল। শুধু বই এর স্টল নয়, রয়েছে খাবারের স্টল, সাজ সরঞ্জামের স্টল। বই ঠাসা বইমেলায় রয়েছে বাউল গান শোনার মঞ্চ। যেখানে বই চর্চার কেন্দ্র তার ব্যাপ্তি বাড়িয়ে শিল্প মাধ্যমের মিলন ক্ষেত্র হয়ে উঠেছে। শুরুর দিকে অগোছালো ভাবটা কাটিয়ে ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে। বেশ ভিড় হচ্ছে বই প্রেমী তো বটেই তবে বই উল্টে পাল্টে দেখার লোকেরও অভাব হচ্ছে না। দুপুরের দিকে জেলার মানুষের ভিড়। বেলা বাড়তেই শহরতলির মানুষের ভিড়। নামি প্রকাশনা সংস্থাগুলিতে ভিড় চোখে পড়ার মত। তবে ছোটো স্টলগুলো তুলনামূলক ফাঁকা। তবে বড়দের বইয়ের থেকে ছোটদের বিভিন্ন ধরনের বই দেখা গেল বই মেলায়। বই বিক্রেতাদের মতে যতদিন যাবে ভিড় বাড়বে। মাত্র কয়েকটা দিন হয়েছে। ছুটির দিনে ভিড় বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা।

বইপ্রেমীদের মধ্যে ছোটদের সংখ্যা দেখা গেল বেশি। বাবা মায়ের হাত ধরে নিজের পছন্দের বই কিনতে বই মেলায়।কেউ ভূতের বই কেউ আবার ডিটেকটিভ বই কিনতে এসেছে। নামকরা ছোটদের বই প্রকাশনা সংস্থাগুলোতে ভিড় ছিল থিকথিকে। বই পড়া বই কেনার পাশাপাশি চলছে বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা। কলকাতার তাপমাত্রা কিছুটা কমতেই শীতের আমেজ নিয়ে বইমেলা প্রাঙ্গণের জন্যে বেরিয়ে পড়েছেন। বই মেলার জন্যে রাজ্য সরকারের তরফ থেকে বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। লক ডাউনের জেরে বইমেলা থমকে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিকের পথে হাঁটছে বই মেলাও। সেই ছবি ধরা পড়লো ক্যামেরায়। সেলফি তোলার হিড়িক দেখা গেল বই মেলায়। সেলফি তোলার জন্যে আলাদা জায়গাও আছে। আট থেকে আশি সকলে সেলফি তুলতে মগ্ন। খাওয়া দাওয়া, বই কেনা, আড্ডা, সেলফি সব মিলিয়ে চেনা ছন্দে ৪৬ তম বইমেলা।