Date : 2024-03-19

বাঙালি বিদ্বেষ মূলক মন্তব্য! পরেশকে রক্ষাকবচ দিল হাইকোর্ট।

ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক : গুজরাটে ২০২২সালের ডিসেম্বর মাসে একটি অনুষ্ঠানে অভিনেতা পরেশ রাওয়ালের মন্তব্যের পরিপেক্ষিতে টুইটারে একজন মহিলা প্রতিবাদ করেছিলেন। সেই টুইট প্রেক্ষিতে মোঃ সেলিম তালতলা থানায় একটি অভিযোগ দায়ের করেন পরেশের বিরুদ্ধে।

তালতলা থানা থানার পক্ষ থেকে সিআরপিসি ৪১ একটি নোটিশ পাঠানো হয় পরেশ রাওয়ালকে। এবং আগামী ৪ ফেব্রুয়ারি থানায় হাজির হওয়ার জন্য।

সেই নোটিস কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা পরেশ রাওয়াল। তার আইনজীবি ধিরাজ দ্বিবেদীর বৃহস্পতিবার আদালতে দাবি করেন কারোর মনে আঘাত করার জন্য ওই মন্তব্য করেননি। পরবর্তীকালে তিনি ক্ষমাও চেয়েছেন টুইটের মাধ্যমে।

বিচারপতি রাজা শেখর মান্থা মোঃ সেলিমের আইনজীবী শামীম আহমেদের উদ্দেশ্যে বলেন, উনি তো ক্ষমা চেয়ে নিয়েছেন।শামীম আহমেদ আদালতের কাছ থেকে সময় প্রার্থনা করেন। সোমবার মোহাম্মদ সেলিমের বক্তব্য তিনি জানাবেন আদালতের কাছে এই আশ্বাস দেন।

আদালতে নির্দেশ পরেশ রাওয়ালের বিরুদ্ধে পুলিশ কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। তবে ভার্চুয়াল এর মাধ্যমে পরেশ রাওয়াল তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আদালত এই মুহূর্তে ওই নোটিশ এর ওপরে কোন স্থগিতাদেশ জারি করছে না।
আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।