Date : 2024-04-26

মার্চে মুক্তি পাবে বলিউডে মিঠুন পুত্রের নমশি চক্রবর্তীর প্রথম ছবি। শুভেচ্ছাবার্তা দিলেন বিগ বি।

রাকেশ নস্কর, সাংবাদিক : মিঠুন পুত্র মহাক্ষয় চক্রবর্তী আগেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন। এবার মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমশি চক্রবর্তী নামলেন বলিউডে। ছবির নাম ব্যাড বয়। ছবির পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী।এই ছবিটি মুক্তি পাওয়ার ২০২০ সালে। অতিমারীর সময় নানা কারণে মুক্তি আটকে যায় ছবিটির। অবশেষেল ২০২৩এর মার্চে মুক্তি পাবে এই ছবি। তাই এবার নমশি চক্রবর্তীর ছবি রিলিজের আগে মুক্তি পেল গানের ভিডিও। তেরা হুয়া গানটি শেয়ার করে নমশি চক্রবর্তীকে শুভেচ্ছা জানালেন স্বয়ং অমিতাভ বচ্চন ।

মিঠুন পুত্র নমশি অমিত আঙ্কলের থেকে শুভেচ্ছা পেয়ে আপ্লুত। এর চেয়ে বড় সৌভাগ্য আর কার হতে পারে। জীবনের প্রথম ছবির প্রচারে বিগ বি-এর শুভেচ্ছা। একজন অভিনেতার জন্য বড় প্রাপ্তি।

ব্যাড বয়’ ছবির পোস্টার ২০২০ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে এক নবাগতা অভিনেতা আমরিন কুরেশি তাঁর বিপরীতে অভিনয় করেছেন করেছেন। প্রযোজক সাজিদ কুরেশির কন্যা আমরিন। এবার নমশি চক্রবর্তী বলিউডে কতটা ছাপ ফেলতে পারে তা সময় বলবে।