Date : 2024-04-29

চ্যাম্পিয়ন্স লিগে অনবদ্য জয় রিয়াল মাদ্রিদের

চ্যাম্পিয়ন্স লিগে অনবদ্য জয় রিয়াল মাদ্রিদের। লিভারপুলের বিপক্ষে পিছিয়ে থেকেও অনবদ্য জয় ছিনিয়ে নিল লস ব্ল্যাঙ্কোসরা। বনফিল্ডে রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে শুরুর 14 মিনিটের মধ্যেই এগিয়ে গেছিল লিভারপুল। কিন্তু রিয়াল ফুটবলাররা তখনও বোধহয় বলছিলেন পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। করিম বেঞ্জিমা এবং ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করলেন। এদার মিলিতাও করলেন একটি গোল। পরিস্কার 5-2 গোলে জিতল রিয়াল। ম্যাচের 4 মিনিটেই দারউইন নুনেজের গোলে এগিয়ে যায় লিভারপুল। 14 মিনিয়ে হোম টিমের ব্যবধান বাড়ান মহম্মদ সালাহ। এরপর ম্যাচ থেকে হারিয়ে যায় য়ুরগেন ক্লপের দল। 21 মিনিটে প্রথম গোল ভিনিসিয়াস জুনিয়রের। 36 মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোল করে রিয়ালকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ভিনিসিয়াস। 47 মিনিটে মিলিতাও গোল করে রিয়ালকে এগিয়ে দেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি কার্লো আনসেলোত্তির দলকে। ম্যাচের 55 মিনিটে এবং 67 মিনিটে রিয়ালের হয়ে আরও দুটি গোল করে ব্যবধান বাড়ান করিম বেঞ্জিমা। ঘরের মাঠে এভাবে এগিয়ে গিয়ে হারের অভিজ্ঞতা চ্যাম্পিয়ন্স লিগে খুব বেশি হয়নি বর্তমান লিভারপুল ফুটবলারদের। ফলে এই হারের প্রভাব যে পরের ম্যাচেও দলের ওপর পড়বে তা বলাই যায়। কারণ পরের আওয়ে ম্যাচে এত ব়ড় ব্যবধানে জেতা যে শুধুই কঠিন নয়, প্রায় অসমভব। চ্যাম্পিয়ন্স লিগের খাদের কিনারায় দাঁড়িয়ে তাই ডিফেন্ডার পারফরমেন্সের বিরক্ত ক্লপ।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে অনবদ্য জয় পেল নাপোলি। আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্টকে 2-0 গোলে হারাল নাপোলি। 40 মিনিটে গোল করে নাপোলিকে এগিয়ে দেন ভিক্টর ওসিমহেন। দ্বিতীয়ার্ধে আবারও গোল পায় নাপোলি। এবার গোল করে ব্যবধান দ্বিগুন করেন জিওভানি ডি লরেঞ্জো। 65 মিনিটে লরেঞ্জোর গোলের পর আর গোলের দেখা পায়নি কোনও দলই। আওয়ে ম্যাচেও 2-0 গোলে জিতে মাঠ ছাড়ে নাপোলি।