Date : 2024-04-27

কনমেবল মিউজিয়ামে বসল লিওনেল মেসির মূর্তি

কনমেবল মিউজিয়ামে বসল লিওনেল মেসির মূর্তি। ফুটবল সম্রাট পেলে এবং ফুটবল রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনার পাশে বসল লিওনেল মেসির মূর্তি। বিশ্বকাপ জেতার পর থেকেই দেশে এবং বিদেশে বিশেষ বিশেষ সম্মান পেয়ে আসছেন এলএমটেন। কার্যত একার কাঁধেই দলকে টেনে নিয়ে গিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন করেন লিও। মারাদোনার এনে দেওয়া 86-র বিশ্বকাপের পর ফের লিওর অনবদ্য পারফরমেন্সের সৌজন্যেই বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্তিনা। এরপরই আর্জেন্তাইন তারকাকে সম্মান জানাতে তার সমান উচ্চতার একই মূর্তি বসানো হল কনমেবলের তরফ। কনমেবল অর্থাৎ সেই উপমহাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলাররাই একমাত্র এখানে স্থান পান মূর্তিতে। গোল্ডেন বল জিতেছেন, বিশ্বকাপও জিতেছেন। কিন্তু হুবহু নিজের মতো আকৃতির মূর্তি দেখে বিস্মিত পিএসজির এই তারকা। এহেন সম্মান পেয়ে স্বভাবতই আপ্লুত লিও। তিনি জানান, ফুটবলে যা যা সম্মান বা পুরস্কার অর্জন করা যায়, তার প্রত্যেকটি পাওয়া হয়ে গেল প্রায়। শুধুই এই মূর্তি বসানোটাই বোধহয় বাকি ছিল। ষোলো কলা পূর্ণ হল এই মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই। ইশ্বরকে ধন্যবাদ দিতে চাই এই অর্জনের জন্য। ছোটবেলা থেকে স্রেফ ফুটবল খেলাকেই গুরুত্ব দিয়েছিলেন। কোনওদিন এহেন সাফল্য পাব ভাবতে পারিনি। খেলায় হার জিত থাকবেই। কিন্তু নিজের স্বপ্ন তাড়া করে বেড়াতে হয়। সেটাই আমি করেছি। শেষ মেষ তাই ফুটবল জীবনে সফলও হয়েছি। কনমেবলকে ধন্যবাদ এই সম্মান প্রদানের জন্য।