Date : 2024-04-27

ক্যাম্প ন্যুতে বার্সেলোনার মুখোমুখি রিয়াল মাদ্রিদ

রবিবার রাতে এল ক্লাসিকো। ম্যাচ শুরু ভারতীয় সময় রবিবার রাত দেড়টায়। ক্যাম্প ন্যুতে বার্সেলোনার মুখোমুখি রিয়াল মাদ্রিদ। এই মূহূর্তে লিগ শীর্ষ রয়েছে বার্সেলোনা। কয়েকদিন আগেই কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে জাভির বার্সা। ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুবিধা পাবে কাতালানরা। একইভাবে ম্যাচ ড্র হলেও বডভান্টেজ বার্সাই। কারণ এই মূহূর্তে লিগ টপার হিসেবে অনেকটা এগিয়ে রয়েছেন লেওনডস্কি-রাফিনহা-গাভিরা। ফলে রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ ড্র হলেও লিগ টেবিলের 9 পয়েন্টে এগিয়ে থাকবে বার্সেলোনা। এই মূহূর্তে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগ কোথাও খেলছে না বার্সা। ফলে তারা এখন লা লিগাতেই বাড়তি ফোকাস করতে চাইছে। কারণ এই লিগ তাদের কাছে সম্মানরক্ষার। এদিকে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলোত্তি এই ম্যাচেও করিম বেঞ্জিমা-ভিনিসিয়াস জুনিয়র দুই জোড়া ফলাকে সামনে রেখেই বার্সা ডিফেন্সের দুর্গ ভাঙতে প্রস্তুতি নিচ্ছেন। দুই উইং বাড়তি ব্যবহার করে প্রতিপক্ষের ডিফেন্স স্ট্রেচ করে দেওয়ার অঙ্ক কষছেন আনসেলোত্তি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলকে দিনকয়েক আগেই হারিয়ে দেওয়ায় আত্মবিশ্বাসের দিক থেকে বেশ ভালো জায়গাতেই রয়েছেন বেঞ্জিমা-ক্রুজ- মদ্রিচরা। গত ম্যাচের শেষ দিকে মদ্রিচকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন আনসেলোত্তি। ফুল ফিট মদ্রিচকে বার্সার বিপক্ষে নামিয়ে মাঝমাঠের রাশ শুরু থেকেই হাতে নিয়ে নিতে চাইছে লস ব্ল্যাঙ্কোসরা। উরুগুয়ের মিডিও ফেডেরিকো ভালভার্দের খেলা গত ম্যাচে নজর কেড়েছিল। বার্সার বিপক্ষেও তাঁকে একইরকমভাবে উইংয়ে ব্যবহার করতে চলেছেন রিয়াল কোচ। এখন দেখার এলক্লাসিকো কার দখলে যায়।