Date : 2024-04-26

ব্রাজিল ফুটবল দলের আগামি কোচ কে, এই নিয়েই এখন তুমুল জল্পনা বিশ্বফুটবলে

ব্রাজিল ফুটবল দলের আগামি কোচ কে, এই নিয়েই এখন তুমুল জল্পনা বিশ্বফুটবলে। বিশ্বকাপে খারাপ পারফরমেন্সের পরই কোচের পদ থেকে অব্যহতি জানান কোচ তিতে। এরপর বেশ কয়েকজন কোচেরই নাম ঘোরাফেরা করছিল। তবে হঠাৎই উঠে এলে জার্মানির বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লোর নাম। শোনা যাচ্ছে, তিনি ব্রাজিলের কোচ হতে নিজে থেকেই ইচ্ছাপ্রকাশ করেছেন। প্রায় 15 বছর জার্মানির কোচের পদ সামলেছিলেন জোয়াকিম লোব তার অধীনে এযাবতকালে শীর্ষ উচ্চতায় পৌঁছায় জার্মানি। মেসুট ওজিল-লুকাস পোদলোস্কি হোক বা থমাশ মুলার, মিরোস্লাভ ক্লোজে,,,, তারকাদের সঙ্গে কিভাবে কাজ করতে হয় এবং জুনিয়র সিনিয়র সংমিশ্রনে কিভাবে দলের থেকে সেরাটা বার করে আনতে হয় সেকথা ভালোই জানেন এই জার্মান কোচ। তাই তাঁর ইচ্ছাপ্রকাশের পরই জোয়াকিমকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অন্দরে। এই মূহূর্তে ব্রাজিল ফুটবল দলের যা অবস্থা, তাতে জোয়াকিমের মতো একজন পরীক্ষিত এবং আক্রমনাত্মক কোচই সেলেকাওদের প্রয়োজন। বিশেষ করে চির প্রতিদ্বন্দী আর্জেন্তিনা দল পরপর কোপা আমেরিকা এবং বিশ্বকাপে সাফল্য পাওয়ায় ব্রাজিলের ওপরেও এক অদৃশ্য চাপ কাজ করছে। কাসেমেইরো, নেইমার, মিলিতাও, জুনিয়ররা এখন অনেকটাই সংযত ফুটবল খেলছেন। অভিজ্ঞতার ভাড়ারও তাদের যথেষ্ট পূর্ণ। পরের বিশ্বকাপ হবে মার্কিন মুলুকে। ফলে চেনা পরিবেশে বিশ্বকাপ জয়ের জন্য এখন থেকেই কাজ শুরু করে দিচ্ছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন। 2021 সালে জার্মানি দল থেকে সরে দাড়ানোর পর এখনও কোনও দলে যোগ দেননি লোব ক্লাব ফুটবলের থেকেও জাতীয় দলেই কাজ করতে বেশি পছন্দ করেন জোয়াকিম। বর্তমানে ব্রাজিলের অন্তর্বর্তিকালিন কোচের পদে রয়েছেন রামন মেঞ্জেস। রিয়ালের কোচ কার্লো আনসেলোত্তির নামও কোচের পদে ঘোরাফেরা করছে। তবে লো নিজেই দায়িত্ব নিতে আগ্রহী হওয়ায় নেইমারদের পরবর্তী কোচের পদে আসার ক্ষেত্রে জার্মানির এই প্রাক্তনির দিকেই যে পাল্লা ভারি তা বলাই যায়।