Date : 2024-04-26

SSC র প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক, আপনারা একটা প্রজন্মের ভবিষ্যত নিয়ে খেলছে : হাইকোর্ট

ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক : কোর্টের নির্দেশ অমান্য করে ২০১১ সালের আপার প্রাইমারির প্রার্থীদের ভুল ও সিলেবাসের বাইরের প্রশ্নের জন্য নম্বর না দেওয়ায় এসএসসি কে চরম ভৎসনা আদালতের। নির্দেশ, এসএসসি চেয়ারম্যান ব্যাক্তিগতভাবে হাজির হবেন আগামী শুক্রবার নতুন রিপোর্ট নিয়ে।

বিচারপতি মানথার কটাক্ষ, আপনারা কোর্টের সঙ্গে খেলছেন। এসএসসি নিয়োগ করছে, অথচ তারাই ভুল প্রশ্ন করছে। সব পরিকল্পিত। আমার বলতে দ্বিধা নেই, এসএসসিএকটা প্রজন্মের ভবিষ্যত নিয়ে খেলছে।
আপনাদের প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক। আপনারা ভেবেছেন কি? জনমানসে আপনাদের আচরণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেবো। আমি সব নিয়োগে সন্দেহ করছি। আমাকে বাধ্য করবেন না আরো কড়া পদক্ষেপ করতে। আপনারা ভেবেছেন কি! আপনারা কোর্টের নির্দেশের উপরে খবরদারি করছেন।
আগেও এই মামলায় আমি বলেছিলাম, নিয়োগ দুর্নীতি হয়েছে। কিন্তু আজও দেখছি সেই একই পথে হাঁটছে এসএসসি।
অর্ডার: এসএসসি চেয়ারম্যানের হলফনামা গ্রহণযোগ্য নয়। সিলেবাসের বাইরের প্রশ্নে নাম্বার দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। কারণ তাহলে সবাইকে দিতে হবে। কিন্তু কোর্ট নির্দেশ দিয়েছিল মামলাকারি ৮৩ জনের ব্যাপারে।
২৯ জুন এই কোর্ট নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ ইচ্ছে করে অগ্রাহ্য করেছে এসএসসি।
ইংলিশ ও চাইল্ড ডেভলপমেন্ট ও পেডাগোগি বিষয়ে নাম্বার বিতর্কে এই মামলা।