Date : 2024-04-26

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে চেলসিকে 2-0 গোলে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে চেলসিকে 2-0 গোলে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে 21 মিনিটের মধ্যেই এগিয়ে যায় রিয়াল। 21 মিনিটে মাদ্রিদের দলটি হয়ে প্রথম গোলটি করেন ফরাসি তারকা করিম বেঞ্জিমা। গতবারের ফর্ম এবছরের চ্যাম্পিয়ন্স লিগেও ধরে রেখেছেন ফরাসি এই তারকা স্ট্রাইকার। এরপর প্রথমার্ধে চেলসি ফুটবলাররা মরিয়া লড়াই দেন ম্যাচে ফেরার। চকিতে আক্রমনও শনাতে থাকেন তারা কিন্তু আসল কাজটা অর্থাৎ গোলের দেখা পায়নি চেলসি দল। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘায়ের মতোই লালকার্ড দেখেন চেলসির ফুটবলার বেন চিলওয়েল। রডরিগোকে ফেলে দেওয়ার জন্য সরাসরি লাল কার্ড দেখেন চেলসির এই ডিফেন্ডার। ফলে লেগের পরবর্তী ম্যাচেও তাকে দলে পাবে না ব্লুজরা। কাজটা তখনই আরও কঠিন হয়ে যায় আওয়ে ম্যাচে খেলতে নামা চেলসির কাছে। এরপর 74 মিনিটে আসে রিয়ালের দ্বিতীয় গোল। ভিনিসিয়াস জুনিয়েরর পাস থেকে জোড়ালো শটে গোল করে মাদ্রিদের দলটিকে 2-0 গোলে এগিয়ে দেন স্প্যানিশ মিডিও মার্কো আসেনসিও। অনেকেরই আশঙ্কা ছিল এরপর চেলসি রক্ষণের ফ্লাডগেট খুলে যেতে পারে, যদিও সেরকম অঘটন ঘটেনি। শেষদিকে চেলসি রক্ষণ অটুট থাকে, এখন স্কোরলাইনও এক থাকে। ফলে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে জিতেই মাঠ ছাড়ে। স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগের আগে এই ব্যবধানে জয় যে রিয়ালকে অনেকটা এগিয়ে রাখল তা বলাই বাহুল্য। ঘরের মাঠে কাজটা আরও কঠিন হয়ে গেল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসির। রিয়ালের মতো দলের বিপক্ষে 3-5-2 ছকে দল সাজিয়েছিলেন চেলসি কোচ। কিন্তু আক্রমনের ফুটবলাররা তেমন ছন্দময় ফুটবল না খেলায় বুমেরাং হয়ে হারতে হল।