Date : 2024-04-26

বুধবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: রাজ্যে বুধবার থেকেই কমবে বৃষ্টির সম্ভাবনা। তবে এদিন কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ থেকেই ফের বাড়বে তাপমাত্রা। তৈরি হতে পারে তাপপ্রবাহের পরিস্থিতিও

তবে সপ্তাহান্তে ফের কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে শনি-রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ফের পারদ উঠতে পারে ৩৮-৩৯ ডিগ্রিতে।

শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা বেশি আছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কমবে। এছাড়া আগামী ৫ দিনে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

এদিন আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিকেরা জানিয়েছেন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ক্রমশ বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বুধবার বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে কলকাতায়।