Date : 2024-04-29

প্রকাশিত হল ২০২৩এর মাধ্যমিকের ফল

নাজিয়া রহমান, সাংবাদিক :

প্রকাশিত হল ২০২৩এর মাধ্যমিকের ফল। জেলাভিত্তিক ফলাফলে তিন নম্বরে কলকাতা থাকলেও মেধাতালিকায় নেই কলকাতার কোনও পরীক্ষার্থীর নাম। মেধাতালিকায় এবারও জয়জয়কার জেলার।

৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। ১৯ মে সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবার পরীক্ষায় বসেছে ৬লক্ষ ৮২ হাজার ৩২১ জন। তার মধ্যে পাশ করেছে ৫লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। গতবারের তুলনায় কিছুটা কমেছে পাশের হার। এবার মেধাতালিকায় ১৬টি জেলার মোট ১১৮ জন পরীক্ষার্থী স্থান পেয়েছে। তবে সেই মেধাতালিকায় নেই কলকাতার নাম। যদিও পাশের হারের নিরিখে কলকাতা তৃতীয় স্থানে।

একনজরে দেখে নেওয়া যাক জেলা ভিত্তিক পাশের হার। জেলাভিত্তিক পাশের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৬.৮১ শতাংশ। দ্বিতীয় স্থানে কালিম্পং। পাশের হার ৯৪.১৩ শতাংশ। তৃতীয় স্থানে কলকাতা। কলকাতায় পাশের হার ৯৩.৭৫ শতাংশ। চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে পাশের হার ৯২.১৩ শতাংশ।

ছাত্র পরীক্ষার্থীদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ২২ শতাংশ বেশি । ৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন । গত কয়েক বছরের মত ভালো ফলোর নিরিখে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। মেধাতালিকায় এজেলার ১১পরীক্ষার্থী স্থান পেয়েছে। তেমনই জেলা ভিত্তিক পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। এবারের কৃতি ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূশাপাশি কৃতিদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মাধ্যমিকের ফলপ্রকাশের দিনই ঘোষণা করা হয় ২০২৪এর পরীক্ষার দিনক্ষণ। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হবে চলবে ১২ফব্রুয়ারি পর্যন্ত। ২০২৩ এর থেকে ২১দিন আগে হবে ২০২৪এর মাধ্যমিক পরীক্ষা।