Date : 2024-05-04

গরমে সুতি কাপড় পড়ে আরাম। কিন্তু কিভাবে যত্ন নেবেন? দেখে নিন।

গরমে সুতি কাপড় পড়ে আরাম। কিন্তু কিভাবে যত্ন নেবেন? দেখে নিন।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক:- গরমে অন্যান্য বস্ত্র নয়, সুতি বস্ত্রই একমাত্র স্বস্তি দিতে পারে। সুতির কাপড় ঘাম শুষে নেয় এবং শরীরে বাতাস চলাচলে সাহায্য করে। সুতি কাপড়ের বিভিন্ন ডিজাইনের জামা, কুর্তি, কামিজ, ফতুয়া, শাড়ির চাহিদা বেশ ভালো। বেশি কাচাকাচি করলে
সুতির জামার জেল্লা নষ্ট হয়ে যায়।
সঠিকভাবে যত্ন নিলে অনেকদিন ব্যবহার করা যায়। সুতি কাপড়ের যত্ন কিভাবে নেবেন :-

  • তরল সাবান:-
    তরল সাবান ব্যবহার করে সুতির কাপড় পরিষ্কার করতে পারলে ভালো হয়। বার সাবানে ও কাপড় কাচার সাবান গুঁড়ো ক্ষার বেশি থাকে। তাই সুতি কাপড়ের তন্তু নষ্ট হয়ে যায়। তরল সাবানে তুলনামূলক কম ক্ষার থাকে, তাই এই তরল সাবান ব্যবহার করা ভালো।
    •গরম জলে নয়, ঠান্ডা জল শ্রেয়:-
    সুতির কাপড় গরম পানিতে ভেজালে রং ও কাপড়ের সুতো নষ্ট হয়ে যায়। তাই সুতির কাপড় ধোয়ার সময় ঠান্ডা জল ব্যবহার করা উচিত।
    •ভিনিগার ব্যবহার করুন :-
    যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তারা পাউডারের সঙ্গে এক কাপ ভিনেগার মিশিয়ে দিন। তাহলে কাপড়ের রং নষ্ট হবে না।

•সূর্যের আলোয় মেলবেন না:-
প্রচণ্ড কড়া রোদে সুতির কাপড় শুকতে দেবেন না। রোদ পড়লে বা রাতের দিকে সুতি কাপড় শুকাতে দেওয়া ভালো। কিংবা ছায়া জায়গায় শুকাতে দিন কাপড়।

  • জামা উল্টো করে মেলবেন:-
    সুতির কাপড়ের রং বজায় রাখতে ধোয়ার পড়ে সুতির কাপড় উল্টো করে মেলবেন। এতে কাপড়ের রং ফ্যাকাশে হবে না।