Date : 2024-05-03

ইপিএল বনাম লা লিগা নয়, ব্রাজিল বনাম আর্জেন্তিনাও নয়

ইপিএল বনাম লা লিগা নয়, ব্রাজিল বনাম আর্জেন্তিনাও নয়। এখন বিশ্ব ফুটবলে লড়াই সৌদি প্রো লিগ বনাম মেজর লিগ সকারের। আগেই রোনাল্ডোকে নিয়ে চমক দেখিয়েছিল সৌদি লিগ। তার পাল্টা মেসিকে নিয়ে চমক দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার। এবার আরও বহু তারকাকে সৌদিতে নিয়ে যেতে মরিয়া সেদেশের ফুটবল ক্লাবগুলি। হাকিম জিয়েচ আগেই গেছেন সৌদিতে। এবার লিভারপুল অধিনায়ক জর্ডন হেন্ডারসনও যাচ্ছে আল ইত্তেফাক ক্লাবে। হেন্ডারসনের মতো প্রিমিয়ার লিগের ক্লাব ম্যান সিটি থেকে আল আহলি ক্লাবে যোগ দিচ্ছেন তারকা উইঙ্গার রিয়াদ মাহরেজ। ইপিএল ছেড়ে সৌদিতে যেতে পারেন লিভারপুলের ফুটবলার ফ্যাবিনহো। এদিকে শুধু ফুটবলার নেওয়ার ক্ষেত্রেই রেষারেষি নেই এই দুই দেশের লিগের মধ্যে। ফুটবলারদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও একে অপরকে টেক্কা দিচ্ছে মেজর লিগ সকার এবং সৌদি প্রো লিগ। সৌদিতে রোনাল্ডো যাওয়ার পর তার মানের ইউরোপিয়ান ফুটবলারদের যেমন সেদেশে নিয়ে যাচ্ছে সৌদি প্রো লিগের ক্লাবগুলি। তেমনই পরিষেবার ব্যাপারে আবার সৌদিকে টেক্কা দিল মেসিদের লিগ। এমনিতে মার্কিন যুক্তরাষ্ট্রে লিওনেল মেসি পা রাখার পর থেকেই তাকে আপ্যায়নে কোনওরকম খামতি রাখছে না তার ক্লাবের কর্তা, সমর্থকরা। জমকালো আত্মপ্রকাশের পর সকলেই প্রহর গুনছেন কবে ইন্টার মিয়ামির জার্সিতে মাঠে নামবেন এলএমটেন। এরই মধ্যে মেসির কথা মাথায় রেখে বিভিন্ন স্টেডিয়ামের মাঠের ঘাসই বদলে ফেলছে টুর্নামেন্টের আয়োজকরা। সেটেল সাউন্ডার্স, বটলান্টা ইউনাইটেডের মতো ক্লাবগুলি কৃত্রিম ঘাসের মাঠে তাদের হোম ম্যাচ খেলে। কিন্তু মেসি বরাবরই প্রাকৃতিক ঘাসে খেলেন। বিশ্বকাপজয়ী এই তারকার চোট সমস্যা হতে পারে কৃত্রিম ঘাসের মাঠে খেললে। সেকথা মাথায় রেখেই বদলে ফেলা হচ্ছে মাঠের ঘাস। বসানো হচ্ছে প্রাকৃতিক ঘাস। শুধু মেসিই নন, পরবর্তীতে তাকে দেখে বিশ্বের তাবর তাবর ফুটবলাররা সেদেশে পারি জমাবেন বলে আশায় মেজর লিগ সকারের আয়োজকরা। তাই ফুটবলারদের স্বাস্থ্যের কথা যে তারা সব সময়ই মাথায় রাখেন সেটা প্রমাণ করতেই মাঠের ঘাস পরিবর্তনের পথে হেটে বিশ্বফুটবলের তারকাদের বার্তা দিতে চাইলেন মেজর লিগ সকারের আয়োজকরা।