Date : 2024-05-06

ক্রিকেট থেকে অবসর, বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবালের

সকলকে অবাক করেই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল। বাংলাদেশের জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ওপেনিং করেছেন তামিম। বাঁহাতি ব্যাটারের মারকাটারি ব্যাটিং মন জিতেছে সকলেরই। সকলেই ভেবেছিলেন হয়ত বিশ্বকাপের পর অবসর নিতে পারেন তিনি। একটা জল্পনাও তৈরি হয়েছিল। তবে সেই জল্পনা যে এত তাড়াতাড়ি সত্যি হবে। এবং বিশ্বকাপের আগেই যে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলা থেকে অবসর নেবেন সেটা বুঝতে পারা যায়নি। 16 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন 34 বছর বয়সি এই ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরই সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন। বিদায় বেলায় চোখে জল চলে এল তামিমের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে হারের পরই এমন সিদ্ধান্ত নেওয়ায় স্বাভাবিকভাবেই চাপে পড়ে গেল বাংলাদেশ দল। কারণ এমন নেতৃত্ব দেওয়ার মতো ক্রিকেটার পাশাপাশি ওপেনিংয়ে আগ্রাসি মেজাজে খেলার মতো ক্রিকেটার বাংলাদেশের কমই ছিল। বিসিবির তরফ থেকে অনেক চেষ্টাই করা হয়েছিল তাকে আটকানোর। তবে নিজের সিদ্ধান্তে কোনও বদল আনেননি এই তারকা ব্যাটার। আন্তর্জাতিক কেরিয়ারে 15 হাজারের বেশি রান করেছেন তিনি। রয়েছে 25টি শতরানও। এহেন বর্ণময় কেরিয়ারের সমাপ্তি ঘটল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরে।