Date : 2024-04-26

পঞ্চায়েত নির্বাচনে লাগাতার হিংসা, ক্ষোভ উগড়ে দিলেন সুকান্ত মজুমদার

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: পঞ্চায়েত নির্বাচন কেন্দ্র করে সকাল থেকেই লাগাতার হিংসার সাক্ষী থাকল গোটা রাজ্য। কোন জায়গায় ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ আবার কোন জায়গায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, তো কোন জায়গায় চলল ব্যাপক বোমাবাজি আর এই গোটা বিষয়টাকে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন বিজেপির সুকান্ত মজুমদার।

এদিন সুকান্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে লেখেন, ‘আমি আজ দক্ষিণ দিনাজপুর জেলার সুকদেবপুরে ১৭৬ নং বুথ পরিদর্শন করলাম। পুলিশ কর্মীরা বলেছে এই গুন্ডাদের হাত থেকে আমাদের বাঁচান। এই তৃণমূলের গুন্ডারা এবারের নির্বাচনে ভোট কারচুপির জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। এমনকি পুলিশ কর্মীদেরও তারা রেহাই দিচ্ছে না। এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের মর্মান্তিক বাস্তবতা।’

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও থেকে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার গাড়ি দাঁড় করিয়ে ওই পুলিশ কর্মীর সঙ্গে কথা বলছেন। সুকান্ত তাকে জিজ্ঞাসা করেন,’আপনাকে মানছে না ওরা? আপনাদেরকে ভয় দেখাচ্ছে?’ওই পুলিশ কর্মী বলেন, ‘আমরা ফোন করেছিলাম উর্ধ্বতন কর্তৃপক্ষকে। ওরা আমাদের গায়েই হাত দিচ্ছে। আমাদেরকে সরে যেতে বলছেন।’

সকাল থেকেই যে হিংসার সাক্ষী থাকলেও গোটা রাজ্য তা বোধ হয় একেবারেই কাম্য ছিল না। খুনের বদলা খুন হয়ে একের পর এক পরিবারের সদস্য চিরতরে হারিয়ে গেলেন। ভোট মিটে যাবে পরিস্থিতি শান্ত হয়ে যাবে, শুধু এই পরিবারগুলোর হাহাকার কোনদিনও মিটে যাবে না।