Date : 2024-04-27

ভোট গণনার দিনও পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস

নাজিয়া রহমান, সাংবাদিক- ভোটের পর ফলাফলের দিনও পরিস্থিতি সড়ে জমিনে খতিয়ে দেখতে জেলায় জেলায় রাজ্যপাল সি ভি আন্দন বোস। অশান্তির মধ্যে দিয়ে শেষ হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন । কিন্তু অশান্তি অব্যাহত ভোট গননার দিনও। কোথাও তবে রাজনৈতিক সংঘর্ষে যেন ইতি পড়ছে না। পঞ্চায়েতে ৬৩,২২৯টি আসনের লড়াই। মঙ্গলবার সকাল ৮ টায় গণনার আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন বলে খবর মিলছে। এদিনই সকালে দিল্লি থেকে কলকাতায় ফিরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানান,”বাংলায় হিংসার বিরুদ্ধে আমরা অক্লান্তভাবে লড়াই চালাব। যারা হামলা চালিয়েছে তাদের উপর অভিশাপ নেমে আসবে। আইন ভাঙার কড়া শাস্তি পাবে গুন্ডারা।” পরিস্থিতি সড়ে জমিনে ক্ষতিয়ে দেখতে গননার দিনও তিনি পথে থাকবেন বলেই জানান। এদিন দিল্লি থেকে কলকাতায় ফিরে তিনি ভাঙড় থেকে শুরু করলেন তাঁর কাজ।

শনিবার ভোটের দিন রাজ্যপালকে দেখা গিয়েছিল পথে। সেদিন সকাল সকালই রাজ্যপাল ভোট পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে উত্তর ২৪পরগনার অশান্ত এলাকা থেকে তার যাত্রা শুরু করেন। এদিন একাধিক জায়গায় যান রাজ্যপাল সিভিআনন্দ বোস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্ত্রকে পঞ্চায়েত ভোট সংক্রান্ত রিপোর্ট জমা দিয়ে মঙ্গলবার সকালেই তিনি কলকাতায় ফেরেন। কলকাতায় ফিরেই গণনার দিনও তিনি ঘুরে দেখেন ভাঙড় সহ একাধিক জায়গা।