Date : 2024-04-30

ক্রিসমাস কার্নিভালে মাতোয়ারা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা।

নাজিয়া রহমান, সাংবাদিক ঃ আর মাত্র হাতে গোনা কয়েক দিন। আগামী সোমবার ২৫ ডিসেম্বর। এদিন ক্রিসমাসের আনন্দে মেতে উঠবে কলকাতাবাসী। ক্রিসমাসের আগেই সান্তা হাজির স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে। এখানে ক্রিসমাসে আগেই ক্রিসমাসের কার্নিভালে মেতে উঠেছিল শিক্ষার্থীরা।

২৫শে ডিসেম্বর বড়দিন। তার আগেই স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হলো ক্রিসমাস কার্নিভাল। পরীক্ষা শেষ। এখন ছুটির আমেজ। সামনেই বড়দিন। তাই বড়দিনের আগে স্কুলে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য এই কার্নিভালের আয়োজন করা হয়। কার্নিভালের নাম দেওয়া হয়েছে “সান্তা ইন স্কটিশ “।

দুদিন ব্যাপি চলে এই কার্নিভাল। শিক্ষার্থীদের মনোরঞ্জনের জন্য যেমন বিভিন্ন খেলার ব্যবস্থা ছিল তেমনই হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। স্কুল জুড়ে বসে ফুড কোড ও নানা ধরনের সামগ্রীর পসরা। যা শিক্ষার্থী ও তাদের অভিভাবকের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দেয়।

প্রতিবছরই পড়ুয়াদের পড়াশোনার চাপ মুক্ত করতে, তাদের রিলাক্সেশনের জন্য এই কার্নিভালের আয়োজন করা হয়। যাতে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থী থেকে অভিভাবক প্রত্যেকেই।