Date : 2024-04-29

ইস্টবেঙ্গলের ভালো পারফরমেন্সের প্রধান কারণ যদি হয় কোচ কার্লেস কুয়াদ্রাত, দ্বিতীয় কারণ অবশ্যই ডিফেন্ডার হিজাজি মাহের

ইস্টবেঙ্গলের ভালো পারফরমেন্সের প্রধান কারণ যদি হয় কোচ কার্লেস কুয়াদ্রাত। দ্বিতীয় কারণ অবশ্যই ডিফেন্ডার হিজাজি মাহের। যেদিন থেকে তিনি এসেছেন দলের রক্ষণভাগে নেতৃত্বই শুধু দিচ্ছেন না, দলের প্রয়োজনে উঠে গিয়ে গোলও করছেন। ডার্বি জয়ের পিছনে তার ভুমিকা ছিল অনেক। যেখানে অনেক দল মরসুমের মাঝপথে ঝাড়াবাছা করেও বাতিল বিদেশী ধরে আনে, সেখানে এমনই সোনায় মোড়া ফুটবলারকে নিয়ে এসেছে লালহলুদ টিম ম্যানেজমেন্ট। বলা ভালো কার্লেস কুয়াদ্রাত। সুপার কাপে শ্রীনিধি এবং জামশেদপুরের বিপক্ষে গোল করেছেন। বহুদিন পর ডিফেন্সে এতভালো নেতৃত্ব দিয়ে খেলছে লালহলুদের কোনও ফুটবলার। ক্লেইটন সিলভা অবশ্যই অসাধারণ, কিন্তু মাহের আসার আগে ক্লেইটন গোল করলেও সেই লিড ধরে রাখার লোক ছিল না। কিন্তু জর্ডনের মাহের আসার পর গোলরক্ষকরা অনেকটাই নিশ্চিন্ত বোধ করছেন।