Date : 2024-04-29

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদে জড়ালেন শোয়েব মালিক

বিতর্ক যেন তাঁর পিছুই ছাড়ছে না। এবার বিদেশের লিগে খেলার ছাড়পত্র নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদে জড়ালেন শোয়েব মালিক। 17 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চলতি মরসুমের পাকিস্তান সুপার লিগ। দুবাইয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাকিস্তানের হয়ে যাঁরা খেলছেন, তাঁদের অনেককেই বিদেশের লিগে খেলার ছাড়পত্র দিয়েছে পাক ক্রিকেট বোর্ড। তবে বোর্ডের নির্দেশ অনুয়ায়ী, বিদেশের লিগে খেলতে হলে ইন্টরান্যাশনাল টি-টোয়েন্টি লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হওয়ার আগেই পাক ক্রিকেটারদের দেশে ফিরতে হবে। কারণ এই দুই লিগ শেষ করে যদি দেশে ফেরে তা হলে পাকিস্তান সুপার লিগের কিছু ম্যাচে খেলতে পারবেন না নির্বাচিত ক্রিকেটাররা। এমনই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন শোয়েব মালিকে সহ পাকিস্তানের 13 জন ক্রিকেটার। সমস্যায় পড়েছেন, মহম্মদ নওয়াজ, হ্যারিস রউফ, আজম খান, ইমাদ ওয়াসিমরা। বেশ কয়েক বছর ধরেই পাকিস্তানের জাতীয় দলে সুযোগ পাননি শোয়েব। ফলে তিনি কেন্দ্রীয় চুক্তির আওতাতেও নেই। এখন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ পেয়েও এমন বিপাকে পরায় বোর্ডের বিরুদ্ধেই ক্ষোভ উগরালেন তিনি। কেন্দ্রীয় চুক্তির আওতায় না থাকার পরও কী করে পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন নির্দেশ দিতে পারেন তাঁকে? এ প্রশ্নও তুলেছেন তিনি। শোয়েব বলেন, “বর্তমানে আমি নানান দেশের লিগ ক্রিকেট খেলে আয় করি। এখন আমাকে বলা হচ্ছে নির্দিষ্ট দিনের মধ্যে দেশে ফিরতে হবে। এরম নির্দেশে আমার সমস্যা হতে পারে। কারণ আমার ভবিষ্যৎ নিয়ে আমাকে ভাবতে হবে। বোর্ড ভাববে না।”
দিন কয়েক আগেই ভারতীয় টেনিস প্লেয়ার সানিয়া মির্জার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে তৃতীয় বিয়ে সারেন শোয়েব। তারপর থেকেই নানান কারণে সাংবাদের শিরনামে রয়েছেন তিনি। যদিও তাঁর এই লড়াইয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম, বর্তমান অধিনায়ক শাহিন আফ্রিদির মতো তারকা ক্রিকেটাদের পাশে পয়েছেন শোয়েব।