Date : 2024-04-29

রবিবার রাতেই কলকাতায় চলে এলেন লালহলুদের পঞ্চম বিদেশি ভিক্টর ভাজকুয়েজ

রবিবার রাতেই কলকাতায় চলে এলেন লালহলুদের পঞ্চম বিদেশি ভিক্টর ভাজকুয়েজ। যিনি আবার খেলেছেন আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনাতে। রাত দুটো নাগাদ কলকাতায় পৌঁছান এই স্প্যানিশ মিডফিল্ডার। তিনি দলের সঙ্গে মানিয়ে নিতে পারলে এই ইস্টবেঙ্গল দলকে যে রোখা অনেক দলের কাছেই চ্যালেঞ্জ হয়ে যাবে সেকথা বলার অপেক্ষা রাখে না। তাই ডার্বির পয়েন্ট নষ্ট ভুলে সামনের দিকেই তাকাতে চাইছেন কোচ। উল্লেখ্য মোহনবাগানের করা প্রথম ও দ্বিতীয় গোলের সময় রক্ষণ কেন এত জায়গা দিল ফুটবলারদের। সাদিকুকে কেন মার্কিং করা হল না প্রথম গোলের সময়। দ্বিতীয় গোলের ক্ষেত্রে কেন বক্সের ভিতরের বল আগেই ক্লিয়ার করা হল না, সেই সব বিষয় নিয়েই আপাতত ভাবছেন লালহলুদ কোচ। ফুটবলারদের বোঝাচ্ছেন, এই ছোট খাটো ভুল গুলোই বড় হয়ে দাঁড়ায়। এগুলো আর করা যাবে না। জুয়ান পার্দো ডার্বিতে ব্লকিং এবং ফ্রন্ট পাস খুব ভালো দিয়েছেন। নতুন পজিশনে পার্দো মানিয়ে নেওয়ায় কুয়াদ্রতের কাজটা সহজ হয়েছে। দ্বিতীয় লেগ থেকে এবার যত বেশি সমভব পয়েন্ট তুলে সুপার সিক্সে জায়গা পাকা করাই লক্ষ্য ইস্টবেঙ্গলের।