Date : 2024-04-29

সামরিক বাহিনীর নিয়োগে ১৩ ভাষা

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক– সিদ্ধান্ত আগে থেকে নেওয়া হলেও অবশেষে তা বাস্তবায়ন হল। আধা সামরিক বাহিনীতে অর্থাৎ সিআরপিএফ, বিএসএফ ও সিআইএসএফ- এর নিয়োগের পরীক্ষায় ১৩ টি ভাষা ব্যবহার করা যাবে অর্থাৎ শুধু ইংরেজি বা হিন্দি নয় পাশাপাশি ১৩ টি আঞ্চলিক ভাষাতেও পরীক্ষা নেওয়া হবে। চলতি বছর থেকেই লাগু হচ্ছে এই নিয়ম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কার্যত ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করা হচ্ছে। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্যোগেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বিভিন্ন রাজ্যের গ্রাম-গ্রামান্তরের তরুণরা আরও বেশি যাতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে আরও বেশি যোগ দেয় তাই সামরিক বিভাগের চাকরির নিয়োগে আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে কেন্দ্র। এই সিদ্ধান্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ও স্টাফ সিলেকশন কমিশন যৌথভাবে চুক্তি সাক্ষর করেছে।

সেই চুক্তি অনুযায়ী সিআরপিএফ, বিএসএফ ও সিআইএসএফ- এর চাকরির পরীক্ষায় ১৩ টি আঞ্চলিক ভাষার ব্যবহার করা হবে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। আধা সামরিক বাহিনীর পুলিশ বিভাগে পরীক্ষার জন্য ভাষা আর কোনও বাধা হবে না তা প্রমাণ করে ।দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে আধা সামরিক বাহিনীর পুলিশের পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাবে বলে আশাবাদী স্বরাষ্ট্র মন্ত্রক। চলতি বছর আগামী ২০ই ফেব্রুয়ারি থেকে ৭ই মার্চের মধ্যে হবে আধা সামরিক বাহিনীর পরীক্ষা। কনস্টেবলদের জেনারেল ডিউটির জন্য পরীক্ষা হবে। দেশের মোট ১২৮ টি শহরে পরীক্ষা হবে। এই বছর প্রায় ৪৮ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দিতে চলেছে বলে জানা গেছে।