Date : 2024-04-27

চাকরির পরীক্ষায় রবিবার বাড়তি মেট্রো

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- আগামী রবিবার সাব-অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিসের সাব-ইসপেক্টর পদে চাকরির পরীক্ষা। শহরের বিভিন্ন প্রান্তে পরীক্ষার একাধিক সেন্টার করা হয়েছে। ওই দিন চাকরিপ্রার্থীরা যাতে সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌছতে পারে সেই জন্য রবিবার সকাল থেকে মেট্রো পরিষেবা চালু করা হবে। দক্ষিণেশ্বর- কবি সুভাষ রুটে অর্থাৎ ব্লু লাইনে বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল। রবিবার মূলত ছুটির দিন থাকায় সকাল ৯টা থেকে যাত্রী পরিষেবা শুরু করা হয়। শুধু তাই নয়, কাজের দিনের তুলনায় কম সংখ্যক মেট্রো চলে এই দিন। ব্লু লাইনে আপ- ডাউন মিলিয়ে সারাদিনে চলে ১৩০ টি মেট্রো। তবে চাকরির পরীক্ষা থাকায় ওই দিন ১৩৪ টি মেট্রো চলবে।
এদিন সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ৪ টি অতিরিক্ত মেট্রো চালানো হবে। ২ টি আপ এবং ২ টি ডাউন। সব মিলিয়ে সারাদিনে ১৩৪ টি মেট্রো চালানো হবে। দক্ষিণেশ্বর–কবি সুভাষ অর্থাৎ ব্লু লাইনে (৬৭টি আপ এবং ৬৭টি ডাউন)।
দেখে নেওয়া যাক রবিবার কখন মিলবে স্পেশাল মেট্রো পরিষেবা।

  • দক্ষিণেশ্বর থেকে রবিবার সকাল ৮টায় প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে
  • কবি সুভাষ থেকে সকাল ৮টা ১৫ মিনিটে পাওয়া যাবে প্রথম মেট্রো
  • দক্ষিণেশ্বর থেকে দ্বিতীয় স্পেশাল মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ২৮ মিনিটে
  • কবি সুভাষ থেকে সকাল ৮টা ৪০ মিনিটে পাওয়া যাবে দ্বিতীয় মেট্রো
    এই ৪টি মেট্রো পরিষেবার পর বাকি সারাদিন অর্থাৎ সকাল ৯টা থেকে স্বাভাবিক নিয়মেই চলবে মেট্রো। রবিবার শেষ মেট্রোর সময়সূচী অপরিবর্তিত থাকছে।