সুচারু মিত্র, সাংবাদিক : প্রথম দফার ভোট পর্ব মিটতে না মিটতেই বঙ্গে ঝড় তুলতে আসছেন বিজেপির দুই কেন্দ্রীয় নেতৃত্ব আর রবিবারের দিনটাকে বেছে নেওয়া হচ্ছে বিজেপির তরফে হাই ভোল্টেজ প্রচারের দিন হিসাবে।রবিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।ঐ একই দিনে মালদা এবং মুর্শিদাবাদ দুই কেন্দ্রে সভা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় নেতা রাজনাথ সিং। প্রথম দফা ভোটের পর অনেকটাই আত্মবিশ্বাসী বিজেপি, তাই প্রচারে একটা দিনও নষ্ট করতে চায় না তারা।
কেন্দ্রীয় নেতৃত্বকে সামিল করে আবারও প্রচারে ঝড় তুলতে মরিয়া বঙ্গ বিজেপি। দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী রাজু বিস্তের সমর্থনে অমিত শাহ সভা করতে চলেছেন। পাহাড় বাসীর সেন্টিমেন্টে জোড় দিয়ে সেখানে কি বার্তা দেন অমিত শাহ সেটা তেমন দেখার, অন্য দিকে মালদা এবং মুর্শিদাবাদ কেন্দ্রে দাঁড়িয়ে রাজনাথ সিং কতটা তৃণমূল বিরোধী সুর চড়া করেন সে দিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। দুই কেন্দ্রীয় নেতৃত্বের সফরকে সামনে রেখে বিজেপির ব্যস্ততা এখন তুঙ্গে একথাই বলা যেতে পারে।মালদা উওরের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনেই মূলত সভা করবেন রাজনাথ সিংহ। অন্য দিকে মুর্শিদাবাদ হাই ভোল্টেজ কেন্দ্রেও সভা করে সেখান থেকে কি বার্তা দেন রাজনাথ তার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহলের একাংশ।