সঞ্জু সুর, সাংবাদিক ঃ রাজ্যে প্রথম দফার নির্বাচনের সময় উত্তরবঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই কারণে বৃহস্পতিবার সকালে তিনি পৌঁছে যাবেন বাগডোগরা। ১৯ তারিখ প্রথম দফার ভোটের দিন কোচবিহারে তাঁর থাকার কথা।
গত পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছিলেন যে তিনি ভোটের দিন রাস্তায় থাকবেন। সাধারণ মানুষের যাতে ভোট দিতে কোনো অসুবিধা না হয় সেটা দেখার জন্যই তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কার্যক্ষেত্রে সেটা করেও দেখিয়েছিলেন। এবার লোকসভা নির্বাচনের সময়েও রাজ্যপাল এমনই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। রাজভবন সূত্রে খবর, ১৯ তারিখে প্রথম দফার ভোটে কোচবিহারে থাকবেন তিনি। যে কারণে বৃহস্পতিবারই সেখানে পৌঁছে যাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ২০২১ এর বিধানসভা নির্বাচনের সময় একের পর এক রাজনৈতিক সংঘর্ষের কারণে শিরোনামে ছিলো এই জেলা। বিশেষ করে ভোটের দিন শিতলখুচিতে গুলি চালানোর ঘটনা নিয়ে এখনো কেন্দ্রিয় বাহিনী কে দোষারোপ করে তৃণমূল কংগ্রেস। এবারও উত্তরবঙ্গে ভোটের প্রচারে বারবার করে শিতলখুচির প্রসঙ্গ সামনে নিয়ে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টোদিকে জাতীয় নির্বাচন কমিশনও এবার কোচবিহারের জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এমন সময় ভোটের দিন রাজ্যপালের কোচবিহারে থাকার সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন। রাজভবন সূত্রে খবর, ১৯ তারিখ ভোটের দিন বিকালে কলকাতায় ফিরে আসবেন রাজ্যপাল।