Date : 2024-04-26

যৌবন ধরে রাখতে পাড়ি দিন এই উপত্যকায়…

ওয়েব ডেস্ক: এজ ইস জাস্ট অ্যা নাম্বার! কথাটা যে কেবল মনের দিক থেকে নিজেকে সুইট সিক্সটিন রাখার জন্য তা একেবারে ভুল প্রমাণ করল এখানকার বাসিন্দারা। তারা ৬০-এ ও মা হয়। আবার ৮০-র বৃদ্ধাকে দেখতে লাগে এক্কেবারে ৩০-এর যুবতীর মতো। সেখানে আপনার সামনে দিয়ে কোনও সুন্দরী মহিলা হেঁটে চলে গেলে, ভুলেও তাঁকে নিয়ে আকাশ-কুসুম ভেবে ঘর বাঁধার স্বপ্ন দেখবেন না। কারণ, হতে পারে ওই মহিলার বয়স হয়তো আপনার মায়ের থেকেও বেশি। তাই কোথাও বেড়াতে যান বা না যান, জীবনে অন্তত একবার ঘুরে আসুন পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার কাছে হানজা উপত্যকায়। প্রাকৃতিক সম্পদে ভরপুর পাকিস্তানের কারাকোরাম। আর সেখানকার মহিলারাই চিরযুবতী। তবে শুধু মহিলারা নয়, ৯০-এর বৃদ্ধও ফুটফুটে সন্তানের গর্বিত বাবা। অবাক হওয়ার কিছু নেই। এটাই তাদের জীবনযাত্রা। এই উপত্যকার জনসংখ্যা প্রায় ৮৭ হাজার। আর তাদের গড় আয়ু ১৫০ বছর। ১০০ পার হওয়া বৃদ্ধ-বৃদ্ধারা একেবারে সুস্থ ভাবেই বেঁচে থাকেন। আর এই সুপার সিক্সটিন মেথডের পিছনে লুকিয়ে রয়েছে অন্য রহস্য। এদের জীবযাত্রার ধরনও একেবারে আলাদা। ভোর পাঁচটায় এরা কাজ করা শুরু করে। খাওয়া-দাওয়াতেও রয়েছে বেশ বাদবিচার। সম্পূর্ণ রাসায়নিক বর্জিত একেবারে খাঁটি প্রাকৃতিক সম্পদে ঠাসা খাবারই এদের প্রথম পছন্দ। এমনকি শীতকালে বরফ আবৃত শহরেও ঠান্ডা জলেই স্নান করেন তারা। তবে তাদের চিরযৌবনের রহস্য কিন্তু এখনও উদঘাটন হয়নি। হতেই পারে এই ছাপোসা জীবন ধারাতেই লুকিয়ে রয়েছে চিরযৌবনের টোটকা।