Date : 2024-04-27

সারমেয় আবার গ্রাজুয়েট, শুনেছেন আগে?

নিউ ইয়র্ক: “গ্রাজুয়েট সারমেয়”। নিশ্চয়ই ভাবছেন এ আবার কি শুনছেন? আপনি অবাক হলেও এমনটাই হয়েছে নিউ ইয়র্কের ক্লার্কসন ইউনিভার্সিটিতে। তার মনিবও কিন্তু এই বছরই গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন । ব্রিটানি হওলে মাত্র ১৬ বছর বয়স থেকে হুইলচেয়ারের ওপর নির্ভরশীল। প্রতিটি মূহুর্তেই সাহায্যের প্রয়োজন হয়। আর সেই সাহায্যের হাতই বাড়িয়ে দেয় তার সারমেয় গ্রিফিন হাওলে। আর এই মানবিকতার নজিরেই গ্রাজুয়েট “গ্রিফিন”। শুধু কাজে নয় মানসিক ভাবেও স্নাতকের পড়াশুনোর প্রথম দিন থেকে ব্রিটানির পাশে থেকেছে গ্রিফিন। একই ক্লাসে পড়াশুনো থেকে,গ্রুপ স্টাডিজ, প্রোজেক্ট সবকিছুতেই ব্রিটানির পাশে ছিল গ্রিফিন । ইউনিভার্সিটি সূত্রে খবর ব্রিটানি ও গ্রিফিন দুজনেই কর্মচিকিৎসায় গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেছেন। ইউনিভার্সিটির ফেসবুক পেজ থেকে এই বিশেষ মূহুর্তের ছবি শেয়ার করা হয়েছে। ব্রিটানি জানিয়েছেন এর পর চাকরিসূত্রেও তিনি যেখানে যাবেন সেখানেও তার পাশে থাকবে গ্রিফিন।