ওয়েব ডেস্ক: আরও দামি হচ্ছে ইনকামিং কল। ফোনে ১০-২০ টাকা রিচার্জের দিন শেষ। এবার থেকে ফোনে মিনিমাম ব্যালেন্স ভরাতে হবে ৭৫ টাকা , Airtel-র তরফে এমনটাই জানিয়েছেন সিএমডি সুনীল ভারতী মিত্তল। তাঁর দাবি, এক সময় টেলিকম কোম্পানিগুলি লাইফ টাইম রিচার্জের প্ল্যান নিয়ে এসেছিল ৷ সময় বদলেছে, নয়া নিয়মে গ্রাহকদের মিনিমাম ৭৫ টাকার রিচার্জ করতেই হবে ৷ প্রসঙ্গত মোবাইল পরিষেবায় jio পা রাখার পর ভারতীয় টেলিকমের সামগ্রিক চিত্রটাই বদলে যায় ৷ তাদের ডেটা অফারের জমকালো প্যাকেজ অন্যান্য টেলিকম কোম্পানিগুলিকে বেশ কিছুটা পেছনে ফেলে দেয়। বাকি নেটওয়ার্কগুলির কানেকশন থাকলেও তাতে শুধু ইনকামিং কলের জন্য ব্যবহার করতেন গ্রাহকরা এবং তাতেই বেশ চাপে পড়ে যায় টেলিকম কোম্পানিগুলি ৷ তারপরেই তারা ৩৫ টাকা রিচার্জের প্ল্যান লঞ্চ করে ৷ এয়ারটেলের পর ভোডাফোনও একই পথে হেঁটেছে ৷ তাই এবারেও Airtel যদি ৭৫ টাকার মিনিমাম রিচার্জ প্ল্যান শুরু করে তাহলে বাকিরাও সেই রাস্তাতেই হাঁটবে, এমনটাই মনে করা হচ্ছে ৷ যদিও TRAI প্রথমে বাধ সেধেছিল Airtel, Vodafone -র এই নয়া নিয়মে ৷ কিন্তু তারপরে তারাও এই নিয়ে আর বেশিদূর এগোয়নি ৷ ফলে নয়া নিয়মও লাগু হয়ে যাবে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য যা অবশ্যই খারাপ খবর ৷