Date : 2024-05-08

উচ্চবর্ণের জন্য ১০% সংরক্ষণ মামলায় কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক:আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য ১০% সংরক্ষণ মামলায় নোটিস পাঠিয়ে ৪ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । এইমুহূর্তেই ১০% সংরক্ষণ মামলায় স্থগিতাদেশ দিচ্ছে না সুপ্রিম কোর্ট । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কোর্ট । সংবিধান সংশোধন নিয়ে কেন্দ্রের অবস্থান জানতে নোটিস পাঠিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ আজ জানিয়েছে বিষয়টি বিশদে খতিয়ে দেখা হবে । উচ্চবর্ণ সংরক্ষণ বিলে কয়েকদিন আগেই সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি ও এরফলে সম্পূর্ণ আইন হিসাবেই প্রযোজ্য হবে এই বিল ।কেন্দ্র আগেই জানিয়েছে ফেব্রুয়ারি মাস থেকেই যাবতীয় কেন্দ্রীয় সরকারি নিয়োগেও এই সংরক্ষণ প্রযোজ্য হবে । প্রসঙ্গত, কেন্দ্রের সংরক্ষণ বিলের বিরোধিতা করে শীর্ষ আদালতে একটি মামলা করে এক স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের বক্তব্য, ১৯৯২ সালে মণ্ডল কমিশনের একটি রায়ে সুপ্রিম কোর্ট জানায়, সংবিধানে আর্থিকভাবে পিছিয়ে পড়া সংরক্ষণ একমাত্র ভিত্তি হতে পারে না। পাশাপাশি, ২০০৬ সালে সুপ্রিম কোর্টের আরও একটি রায়ে জানানো হয়েছিল, ৫০ শতাংশের বেশি সংরক্ষণ করা যাবে না। উচ্চবর্ণের জন্য আর্থিকভাবে পিছিয়ে পড়া সংরক্ষণ বিলটি গত ৯ জানুয়ারি লোকসভায় পাস করাতে সক্ষম হয় কেন্দ্র। পরের দিন রাজ্যসভাতেও পাস হয়। জবাব চাইলেও বিলটির কার্যকারিতায় এই মুহূর্তে বাধা দিচ্ছে না সুপ্রিম কোর্ট।