Date : 2024-04-26

পুলওয়ামা হামলার উত্তপ্ত আবহেই আজ কুলভূষণ মামলার শুনানি

ওয়েব ডেস্ক:পুলওয়ামা হামলার পর কেটে গিয়েছে চার দিন। এখনও স্তব্ধ সেখানকার জনজীবন। রবিবার ফের উত্তপ্ত হয় সেখানকার পরিস্থিতি। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে নিহত হন ১জন মেজর সহ ৪ জন জওয়ান। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই তলানিতে ঠেকেছে ভারত-পাক সম্পর্ক। এই অবস্থায় আজ বিদেশের মাটিতে পাকিস্তানের মুখোমুখি ভারত। আজ থেকে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে শুরু হচ্ছে কুলভূষণ যাদব মামলার শুনানি। ১৮ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত হেগের আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে চলবে শুনানি। বিশিষ্ট আইনজীবী ও প্রাক্তন সলিসিটার জেনারেল হরিশ সালভে কুলভূষণের হয়ে সওয়াল করবেন। এর পাশাপাশি পাকিস্তানের পক্ষে সওয়াল করবেন সেদেশের অ্যাটর্নি জেনারেল আনোয়ার মনসুর।

ইমরান সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সুসম্পর্কের ইঙ্গিত দিয়ে করতারপুর করিডোর খোলার সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু পুলওয়ামা হামলার পর সে সম্ভাবনা একেবারেই শেষ হয়ে গেল। এই অবস্থায় মামলা ঘিরে দুদেশের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। প্রসঙ্গত,২০১৭ সালের এপ্রিলে পাকিস্তানের সেনা আদালত অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের নিদান দেয়। পাক আদালতের এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। আন্তর্জাতিক আদালতে ২০১৭ সালের ৮ মে প্রথম ওই আবেদন করা হয়। পাকিস্তানের দাবি, অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার কুলভূষণ যাদব বালুচিস্তানে ঢুকে ভারতের হয়ে চরবৃত্তি করছিলেন। যদিও কুলভূষণের পরিবারের দাবি অবসর নেওয়ার পর ব্যবসার কাজে যুক্ত হন তিনি। ব্যবসার কাজেই তিনি ইরান যান। সেখান থেকে চর সন্দেহে তাঁকে গ্রেফতার করে আইএসআইয়ের গোয়েন্দারা। এরপর তাকে পাকিস্তানে আনা হয়।