Date : 2021-09-18

ফের তুষার ঝড়ে বিপর্যস্ত জম্মু-কাশ্মীরের জনজীবন

শ্রীনগর : ফের তুষার ঝড়ে বিপর্যস্ত জম্মু-কাশ্মীরের জনজীবন। আর এই তুষার ঝড়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল সেখানকার জওহর টানেলে সংলগ্ন এলাকা। এখনও পর্যন্ত তুষার ধসে চাপা পড়ে যাওয়া  সাতজনের মৃতদেহ  উদ্ধার করেছে সেখানকার স্থানীয় প্রশাসন। প্রথমে উদ্ধারকাজেও কিছুটা দেরী হয়। রাতের অন্ধকারে তল্লাশি অভিযান শুরু করা যায়নি এদিন দিনের আলো ফুটতেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় তল্লাশি অভিযান। অনন্তনাগের ডেপুটি কমিশনার মহম্মদ ইউনিস মালিক জানিয়েছেন, তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিস, এসডিআরএফ, সেনা ও আধাসেনা। নিজেদের সাধ্যমতো তাঁদের সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারাও। সূত্রের খবর, যাঁরা  তুষার ধসে চাপা পড়েছিলেন, তাঁদের মধ্যে ৬ জন পুলিশ কর্মী, ২ জন দমকল কর্মী ও ২ জন বন্দি।