Date : 2024-04-26

ছিনতাই বাজ সন্দেহে মালদহে গণপিটুনি

মালদহ : ফের ছিনতাইবাজ সন্দেহে একমহিলাকে গণপিটুনির অভিযোগ উঠল। মালদহ মেডিকেল কলেজ চত্বরে মহিলাকে বেধড়ক মারধর করে স্থানীয় কিছু লোকজন। ঘটনার জেরে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছুদিন আগেই মালদহ মেডিকেল কলেজ চত্বরে মোবাইল চোর সন্দেহে এক যুবককে গণধোলাই দেওয়া হয়। বৃহস্পতিবার ফের হাসপাতালের গেট থেকে এক রোগীর আত্মীয়র ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ ওঠে ওই মহিলার বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে স্থানীয় মানুষ। কোনো কথা না শুনেই প্রকাশ্যে গণপিটুনি দিতে শুরু করে মহিলাকে। এই সময়ই হাসপাতালে নিরাপত্তার গাফিলতির অভিযোগ সামনে এনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে রোগীর পরিবারের লোকজন। মুহুর্তে এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরে ইংরেজ বাজার থানায় বিশাল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পুলিশ এসে উপস্থিত হওয়ার আগে এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্ত ছিনতাই বাজ মহিলা। সূত্রের খবর, বৃহস্পতিবার মালদা শহরের বক্ষাটোলী এলাকার বাসিন্দা মায়া পারভিন তার অসুস্থ মাকে ভর্তি করেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ,হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় এক অপরিচিত মহিলা মায়া দেবীর ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে। এরপর স্থানীয়রা তাকে ধরে ফেলায় চলে মারধর। পুলিশের তরফে সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।