শ্রীনগর: স্বাধীন ভারতে জম্মু-কাশ্মীরে সবচেয়ে বড় জঙ্গি হামলা। সিআরপিএফের কনভয়ে আইইডি বিস্ফোরণে প্রাণ হারালেন ৪৪ জন জওয়ান। শুক্রবার দিল্লিতে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন অনুষ্ঠানে এসে নাম না করে কড়া ভাষায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকারান্তরে বুঝিয়ে দিলেন বড় ভুল করেছে পাকিস্তান। চরম মূল্য চোকাতে হবে তাদের। বুঝিয়ে দিলেন পুলওয়ামা জঙ্গি হামলার কড়া জবাব দেবে ভারত। এদিন তিনি দাবি করেন এই ভয়াবহ হামলার জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। শহীদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, তাঁদের এই আত্মবলিদান বিফলে যাবে না।
এদিন সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক হয়। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী পীয়ূষ গোয়েল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। বৈঠক শেষে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, পাকিস্তানকে এর চরম মূল্য দিতে হবে। আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে কোণঠাসা করতে সবরকম চেষ্টা করবে ভারত। একদিকে বিদেশমন্ত্রক অন্যদিকে বাণিজ্যমন্ত্রক এ বিষয়ে একসঙ্গে কাজ করবে। এদিকে আজ বিহারে লোকসভা ভোটের প্রচার বাতিল করে শ্রীনগরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শ্রীনগরের নিরাপত্তা নিয়ে দফায় দফায় বৈঠক করবেন তিনি। সূত্রের খবর,শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং একটি সর্বদলীয় বৈঠক করতে পারেন। এদিকে জঙ্গি হামলার ঘটনায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। পালাম বিমানবন্দরে আনা হচ্ছে পুলওয়ামা হামলায় নিহত জওয়ানদের দেহ৷ বিমানবন্দরে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷