ওয়েব ডেস্ক: মেয়েরা আজ আর পিছিয়ে নেই। তারা সমাজের প্রতিটা মানুষের সাথে পাল্লা দিয়ে আজ গড়ে তুলছে নিজের পরিচয়। এবং তা প্রমাণিত হল আরো একবার। পিঙ্ক ট্যাক্সির পরে এবার কলকাতায় দেখা মিলল ফুড ডেলিভারি গার্লের। একটি নামী ফুড ডেলিভারি সংস্থার অধীনেই আপাতত কাজ করছেন রুপা চৌধুরি। তিনিই হলেন কলকাতার প্রথম মহিলা ফুড ডেলিভারি পার্সন।
রুপার মা-বাবা ও বোনের মৃত্যু হয় অনেক আগেই। এবং পরে তাঁর স্বামীর সঙ্গে ডিভোর্স কেস চলার কারণে এখন বেশ সমস্যার মধ্যেই চলছে তাঁর জীবন। তবে তিনি দমে যাননি।
বরং ঘুরে দাঁড়াতে এই নতুন পদক্ষেপটি নেন। রুপা চান তাঁকে দেখে তাঁরই মতো আরও অনেক মহিলা যেন ভবিষ্যতে সাহসে ভর করে গড়ে তুলতে পারেন তাদের নিজেদের জগত।