ওয়েব ডেস্ক: শুরু হল আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ ২০১৯। বৃহস্পতিবার ছিল বিশ্বকাপের ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ম্যাচ। শুক্রবার ভারতীয় সময় বিকেল ৩টে নাগাদ ন্যাটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান। শেষ কয়েকবছর ধরে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ধরা-ছোঁয়ার বাইরে ছিল এই দুই দেশের।
এবার তাই দুই দেশই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েছে। বর্তমানে আইসিসির রাঙ্কিং-এ পাকিস্তান ৬ নম্বরে রয়েছে। সেখানে ক্যারিবিয়ানের দল রয়েছে ঠিক দুই রাঙ্ক পিছিয়ে ৮ নম্বরে। ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফির জয় অনেকটাই আত্মবিশ্বাস দিয়েছিল পাকিস্তানকে।
তবে ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলের প্রত্যাবর্তনে অনেকটাই অক্সিজেন পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে রাসেলের ব্যাটে আসে ১৩ বলে ৪২ রাণের দুর্দান্ত ইনিংস।
ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে ফের একবার কি রাসেল ঝড় উঠবে! সেই দিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।পাকিস্তানের কোচের হাতেও আছে হিটারদের আটকানোর চাবিকাঠি। ওয়েস্ট ইন্ডিজের গেইল ও রাসেলের মতো পাকিস্তানের আজম-ফাখম জমানের ওপরও নজর থাকছে কালকের ম্যাচে। উইন্ডিজ দল ওয়ার্ম আপ ম্যাচে ৪২১ রান তুলে ওয়ার্নিং বেল বাজিয়ে দিয়েছে ইতিমধ্যেই।
অন্যদিকে পাকিস্তান বোলাররা শেষ কয়েকটি একদিনের ম্যাচে ৩৫০ রানও চেজ করতে পারেনি। চিকেন পক্স কাটিয়ে সুস্থ হলেও এখনও সম্পূর্ণ ফিট নন মহম্মদ আমির। প্রথম ম্যাচে তাকে বাইরে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।
তাই ব্যাটসম্যানেরা নিজেদের কাজ করলেও, বোলিং নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে পাক কোচের। যদিও আর্থারের আশা, বিশ্বকাপে ম্যাচ সামলে নেবে টিম পাকিস্তান। যদিও বিশ্বকাপে এর আগে ১০ বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিস ও পাকিস্তান। এরমধ্যে ৭ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিস এবং ৩ বার জিতেছে পাকিস্তান।